Header Ads

করোনায় মৃত্যু হলে এবার থেকে পরিবারের সদস্যদের দেখতে দেওয়া হবে, জানালো সরকার

নজরবন্দি ব্যুরোঃ করোনায় আক্রান্ত হয়ে  মৃত্যু হলে, সেই মৃতদেহ থেকে সংক্রমণ হতে পারে। এমন আশঙ্কায় এতদিন কারও করোনায় মৃত্যু হলে, দেহ পরিবারের সদস্যদের দেখতে দেওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি ছিল। নির্দিষ্ট গাইডলাইন মেনে হাসপাতাল থেকে আলাদা গাড়িতে করে সরাসরি ধাপার মাঠে নিয়ে গিয়ে সত্কাছর করা হচ্ছিল।
এবার সেই নিয়মের পরিবর্তন আনল রাজ্য সরকার।রাজ্যের স্বাস্থ্য দফতরের সূত্র অনুযায়ী, যে হাসপাতালে রোগী মারা যাবেন, সেই হাসপাতালেই পরিবারের সদস্যরা মৃতদেহ দেখতে পাবেন। তবে মৃতদেহকে কোনোভাবেই স্পর্শ করা যাবে না। হাসপাতালের একটা নির্দিষ্ট জায়গাতে নিরাপদ দূরত্ব মেনে পরিবারের লোকেরা মৃতদেহ দেখতে পাবেন। এমনকি মৃতদেহকে যাতে স্পষ্ট করে শেষবারের মতো দেখতে পায়, তার জন্য স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে মৃতদেহ ভরা থাকবে বলে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.