মার্কিন হুঙ্কারকে পাত্তা না দিয়ে ফের চিনের পাশে 'হু'!
নজরবন্দি ব্যুরো: গোটা পৃথিবীতে ইতিমধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর সাথে সমানে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
এই রকম সময়ে ফের একবার করোনা সংক্রমণ মোকাবিলায় চিনের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভরিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা 'হু'। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই 'হু'-এর উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। "বিশ্ব সংস্থার লজ্জা করা উচিত, এত কিছুর পর চিনের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থনে কথা বলছে। চিনের মুখপত্রের মতো আচরণ করছে 'হু'।" এই ভাষাতেই আন্তর্জাতিক ওই স্বাস্থ্য সংস্থাকে তিরস্কার করেছিলেন ট্রাম্প।
কিন্তু তার দু-দিন না কাটতে কাটতে ফের উহান মডেল নিয়ে সরব 'হু'। শনিবার 'হু'-এর তরফে বলা হয়েছে, উহান থেকে সব দেশের শেখা উচিত। কীভাবে মহামারী দমনে করতে হয়। প্রত্যেক দেশের উচিত চিনের থেকে পরামর্শ নেওয়া। ইতিমধ্যে বিশ্বব্যাপী মহামারীর আকার নেওয়া এই ভাইরাসের সংক্রমণের জন্য চিনকে কাঠগড়ায় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন 'হু'-এর ভূমিকা নিয়ে। ইতিমধ্যে বন্ধ করা হয়েছে 'হু'-কে বরাদ্দকৃত মার্কিন অনুদান।
এই রকম সময়ে ফের একবার করোনা সংক্রমণ মোকাবিলায় চিনের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভরিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা 'হু'। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই 'হু'-এর উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। "বিশ্ব সংস্থার লজ্জা করা উচিত, এত কিছুর পর চিনের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থনে কথা বলছে। চিনের মুখপত্রের মতো আচরণ করছে 'হু'।" এই ভাষাতেই আন্তর্জাতিক ওই স্বাস্থ্য সংস্থাকে তিরস্কার করেছিলেন ট্রাম্প।
কিন্তু তার দু-দিন না কাটতে কাটতে ফের উহান মডেল নিয়ে সরব 'হু'। শনিবার 'হু'-এর তরফে বলা হয়েছে, উহান থেকে সব দেশের শেখা উচিত। কীভাবে মহামারী দমনে করতে হয়। প্রত্যেক দেশের উচিত চিনের থেকে পরামর্শ নেওয়া। ইতিমধ্যে বিশ্বব্যাপী মহামারীর আকার নেওয়া এই ভাইরাসের সংক্রমণের জন্য চিনকে কাঠগড়ায় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন 'হু'-এর ভূমিকা নিয়ে। ইতিমধ্যে বন্ধ করা হয়েছে 'হু'-কে বরাদ্দকৃত মার্কিন অনুদান।

No comments