এনআরএস-এ আতঙ্ক, এক সাথে ৬ জন রোগীর শরীরে মিলল ভাইরাস
নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে আরও দু-সপ্তাহের জন্য বাড়ানো হল লকডাউনের সময় সীমা, চলবে ১৭ মে পর্যন্ত। আর এরই মধ্যে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮জন রোগীর শরীরে মিলল করোন ভাইরাসের সংক্রমণ। এদের মধ্যে ৬ জন জন প্রসূতি। আর একজন প্রসূতি।চিকিত্সা ধীন রয়েছেন পুরুষ মেডিসিন ওয়ার্ডে। আর একজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে।

No comments