৪৮ ঘণ্টা পার; করোনা নিয়ে কোন বুলেটিন প্রকাশ করল না রাজ্য সরকার!
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের দেওয়া করোনা বুলেটিনে গণ্ডগোল রয়েছে বলে একাধিকবার অভিযোগ এনেছেন বিরোধীরা। রাজ্য সরকার বুলেটিনে মোট আক্রান্তের সংখ্যা কখনই প্রকাশ করেনি এখন পর্যন্ত।
আর ৩০ এপ্রিলের বুলেটিন প্রকাশের পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কোন মেডিক্যাল বুলেটিনই প্রকাশ করতে পারল না রাজ্য! কিন্তু কেন? সূত্রের খবর গত ৩০ এপ্রিল তারিখে রাজ্যের দুই শীর্ষ কর্তার তথ্যের গরমিলে বেজায় অস্বস্তিতে পরেছে সরকার।
কেন্দ্রকে পাঠানো চিঠিতে যে তথ্য দিয়েছেন রাজ্যের স্বাস্থ সচিব বিবেক কুমার, একই দিনে মুখ্যসচিব সাংবাদিকদের যে তথ্য দিয়েছেন বা স্বাস্থ দফতর যে বুলেটিন প্রকাশ করেছেন তাতে বিস্তর গরমিল রয়েছে। স্বাস্থ সচিব বিবেক কুমারের চিঠিতে বলা হয়েছে কলকাতাতেই বৃহস্পতিবার পর্যন্ত ৪৮৯ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ১৭৬। উত্তর চব্বিশ পরগনায় ১২২ এবং পূর্ব মেদিনীপুরে ৩৪ জন! এছাড়াও হুগলি ৩১, দক্ষিন ২৪ পরগনা ২৫ জন। শুধু তাই নয় রাজ্যের স্বাস্থ সচিবের দেওয়া চিঠি অনুযায়ী গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৩১! এদিকে গতকালই রাজ্যের স্বরাষ্ট্র সচিবের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যের সর্বমোট আক্রান্তের সংখ্যা ৮১৬! অর্থাৎ বিপুল গ্যাপ।
রাজ্যের বুলেটিনে স্বরাষ্ট্র সচিব রাজীব সিনহার দেওয়া তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত মোট করোনা আক্রান্ত
৫৭২ জন চিকিৎসাধীন।
১৩৯ জন সুস্থ
৩৩ জন সরাসরি করোনা ভাইরাসের কারনে মৃত
৭২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেও মৃত্যুর কারন অন্য।
অর্থাৎ সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত ৮১৬ জন।
সবথেকে ভয়ানক ব্যাপার হল কেন্দ্রকে পাঠানো চিঠিতে যে ৯৩১ টি করোনা আক্রান্তের বিষয়ে জানা যাচ্ছে তা শুধুমাত্র রেড আর অরেঞ্জ জোনের! অর্থাৎ ১৫টি জেলার পরিসংখ্যান। বাকি গ্রিন জোনের আক্রান্তদের কথা বলাই হয়নি।
আর ৩০ এপ্রিলের বুলেটিন প্রকাশের পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কোন মেডিক্যাল বুলেটিনই প্রকাশ করতে পারল না রাজ্য! কিন্তু কেন? সূত্রের খবর গত ৩০ এপ্রিল তারিখে রাজ্যের দুই শীর্ষ কর্তার তথ্যের গরমিলে বেজায় অস্বস্তিতে পরেছে সরকার।
কেন্দ্রকে পাঠানো চিঠিতে যে তথ্য দিয়েছেন রাজ্যের স্বাস্থ সচিব বিবেক কুমার, একই দিনে মুখ্যসচিব সাংবাদিকদের যে তথ্য দিয়েছেন বা স্বাস্থ দফতর যে বুলেটিন প্রকাশ করেছেন তাতে বিস্তর গরমিল রয়েছে। স্বাস্থ সচিব বিবেক কুমারের চিঠিতে বলা হয়েছে কলকাতাতেই বৃহস্পতিবার পর্যন্ত ৪৮৯ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ১৭৬। উত্তর চব্বিশ পরগনায় ১২২ এবং পূর্ব মেদিনীপুরে ৩৪ জন! এছাড়াও হুগলি ৩১, দক্ষিন ২৪ পরগনা ২৫ জন। শুধু তাই নয় রাজ্যের স্বাস্থ সচিবের দেওয়া চিঠি অনুযায়ী গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৩১! এদিকে গতকালই রাজ্যের স্বরাষ্ট্র সচিবের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যের সর্বমোট আক্রান্তের সংখ্যা ৮১৬! অর্থাৎ বিপুল গ্যাপ।
রাজ্যের বুলেটিনে স্বরাষ্ট্র সচিব রাজীব সিনহার দেওয়া তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত মোট করোনা আক্রান্ত
৫৭২ জন চিকিৎসাধীন।
১৩৯ জন সুস্থ
৩৩ জন সরাসরি করোনা ভাইরাসের কারনে মৃত
৭২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেও মৃত্যুর কারন অন্য।
অর্থাৎ সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত ৮১৬ জন।
সবথেকে ভয়ানক ব্যাপার হল কেন্দ্রকে পাঠানো চিঠিতে যে ৯৩১ টি করোনা আক্রান্তের বিষয়ে জানা যাচ্ছে তা শুধুমাত্র রেড আর অরেঞ্জ জোনের! অর্থাৎ ১৫টি জেলার পরিসংখ্যান। বাকি গ্রিন জোনের আক্রান্তদের কথা বলাই হয়নি।




No comments