করোনা চিকিৎসায় আলো দেখাতে পারে অ্যান্টাসিড!
নজরবন্দি ব্যুরো: করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এই ভাইরাসের সংক্রমণ আটকাতে ব্যর্থ চিকিৎসকরা। এইরকম আতঙ্কের আবহে আশার আলো দেখাতে পারে অ্যান্টাসিড। হ্যা, এবার করোনা চিকিৎসায় আশা জাগাতে পারে অ্যান্টাসিড ফ্যামোসিড।
এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। নিউ ইয়র্কে করোনা রোগীদের উপরে এই ওষুধের ক্লিনিকাল ট্রায়ালে ভালই ফল পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে চিনে এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চলছে। ভারতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় ফ্যামোসিড। এই ওষুধকে করোনা মোকাবিলায় ব্যবহারের জন্য প্রয়োগ করা যেতে পারে বলেই আলোচনা শুরু করেছেন আমাদের দেশের চিকিৎসকরা।
ভারতীয় জনৌষধি পরিযোজনা এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)কে এই ওষুধের গুণমান পরীক্ষা ও উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। গ্যাস, অম্বল সারানোর ওষুধ ফ্যামোটিডিন পেপটিক আলসার, বুকজ্বালা, পেট ব্যথা, খাদ্যনালীর ঘা বা সংক্রমণ-জনিত রোগ সারাতেও কাজে আসে। গ্রাম থেকে শুরু করে শহরের প্রায় সব দোকানে পাওয়া যায় এই ওষুধ। নানা ব্র্যান্ড নামে বিক্রি হয় এই ওষুধ, যেমন ভারতে ফ্যামোসিড, মার্কিন যুক্তরাষ্ট্রে পেপসিড। দামও খুব কম। যা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। ফ্যামোটিডিনের উৎপাদন ও করোনা চিকিৎসায় এই ওষুধের ট্রায়াল কীভাবে হতে পারে সেই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই একটি জরুরি বৈঠক হয়েছে। এই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী মনসুখ মান্ডভিয়া।
এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। নিউ ইয়র্কে করোনা রোগীদের উপরে এই ওষুধের ক্লিনিকাল ট্রায়ালে ভালই ফল পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে চিনে এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চলছে। ভারতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় ফ্যামোসিড। এই ওষুধকে করোনা মোকাবিলায় ব্যবহারের জন্য প্রয়োগ করা যেতে পারে বলেই আলোচনা শুরু করেছেন আমাদের দেশের চিকিৎসকরা।
ভারতীয় জনৌষধি পরিযোজনা এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)কে এই ওষুধের গুণমান পরীক্ষা ও উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। গ্যাস, অম্বল সারানোর ওষুধ ফ্যামোটিডিন পেপটিক আলসার, বুকজ্বালা, পেট ব্যথা, খাদ্যনালীর ঘা বা সংক্রমণ-জনিত রোগ সারাতেও কাজে আসে। গ্রাম থেকে শুরু করে শহরের প্রায় সব দোকানে পাওয়া যায় এই ওষুধ। নানা ব্র্যান্ড নামে বিক্রি হয় এই ওষুধ, যেমন ভারতে ফ্যামোসিড, মার্কিন যুক্তরাষ্ট্রে পেপসিড। দামও খুব কম। যা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। ফ্যামোটিডিনের উৎপাদন ও করোনা চিকিৎসায় এই ওষুধের ট্রায়াল কীভাবে হতে পারে সেই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই একটি জরুরি বৈঠক হয়েছে। এই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী মনসুখ মান্ডভিয়া।

No comments