রেশন দুর্নীতির অভিযোগে বৈধতা; শোকজ ২৭১,গ্রেফতার ১৯ রেশন ডিলার! #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ ঘোষিত রেশন পাচ্ছেন না সাধারন মানুষ এই মর্মে গত সপ্তাহ খানেক ধরে একাধিকবার মমতা বন্দোপাধ্যায় কে সরাসরি চ্যালেঞ্জ করেছেন সিপিআইএম নেতা তথা যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী। তিনি একাধিক বার অভিযোগ এনেছেন রাজ্যের মানুষ ঘোষিত রেশনের পুরোটা পাচ্ছেন না। মাঝে নেপোয় দই মেরে যাচ্ছে! রিতিমত চ্যালেঞ্জের সুরে একাধিক বার তিনি অভিযোগ করেছে কেন্দ্র এবং রাজ্যের ঘোষিত রেশন পুরোটাই পেয়েছেন এমন সংখ্যা রাজ্যে কত! তার অভিযোগ কেউ পাননি।
সুজনের পাশাপাশি রাজ্য সরকারকে এই একই ইস্যুতে আক্রমন শানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রেশন বণ্টন ঠিকঠাক ভাবে করা হচ্ছেনা এই মর্মে খাদ্য সচিব কে অপসারিত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ইস্যুতে রাজ্যপাল বলেছিলেন "লোক দেখানো ব্যাবস্থা নিলে চলবে না, সচিব শুধু নয় এর পেছনে অনেক ক্ষমতাসীন লোকজন রয়েছে!" নাম না করে রাজ্যপালের স্পষ্ট ইঙ্গিত ছিল খাদ্যমন্ত্রী এবং তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে।
যাই হোক অবশেষে ব্যাবস্থা নিয়েছে রাজ্য সরকার; সুত্রের খবর রেশন বন্টন ঠিক ঠাক হচ্ছেনা এই অভিযোগ পাওয়ার পর খাদ্যমন্ত্রী তার দফতরের আধিকারিকদের নিয়ে শুরু করেন তদন্ত। তিনি প্রমান পান সত্যিই রেশন নিয়ে জালিয়াতি চলছে, পরিষেবা পাচ্ছেন না মানুষ। সূত্র জানাচ্ছে, এখন পর্যন্ত ১৯ জন রেশন ডিলার কে গ্রেফতার করা হয়েছে এবং শোকজ করা হয়েছে ২৭১ জন রেশন ডিলার কে।
সূত্র আরও জানাচ্ছে, যে জায়গায় রেশন ডিলার রা গ্রেফতার হয়েছেন এবং শোকজ করা হয়েছে যেসব ডিলার কে সেই সব রেশন দোকানে সরকারি আধিকারিকরা রেশন বণ্টন করবেন।
যাই হোক অবশেষে ব্যাবস্থা নিয়েছে রাজ্য সরকার; সুত্রের খবর রেশন বন্টন ঠিক ঠাক হচ্ছেনা এই অভিযোগ পাওয়ার পর খাদ্যমন্ত্রী তার দফতরের আধিকারিকদের নিয়ে শুরু করেন তদন্ত। তিনি প্রমান পান সত্যিই রেশন নিয়ে জালিয়াতি চলছে, পরিষেবা পাচ্ছেন না মানুষ। সূত্র জানাচ্ছে, এখন পর্যন্ত ১৯ জন রেশন ডিলার কে গ্রেফতার করা হয়েছে এবং শোকজ করা হয়েছে ২৭১ জন রেশন ডিলার কে।
সূত্র আরও জানাচ্ছে, যে জায়গায় রেশন ডিলার রা গ্রেফতার হয়েছেন এবং শোকজ করা হয়েছে যেসব ডিলার কে সেই সব রেশন দোকানে সরকারি আধিকারিকরা রেশন বণ্টন করবেন।

No comments