Header Ads

৩৫০ কিমি পথ পার হয়ে বাড়িতে এসেই মৃত্যু পরিযায়ী শ্রমিকের!

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের জেরে কর্মহীন হয়ে ভিন রাজ্যে আটকে রয়েছেন বহু শ্রমিক। গণ পরিবহন বন্ধ থাকায় পরিবারের লোকজনের মুখ দেখতে বাড়ি ফেরার আশায়  অনেকেই সাইকেল নিয়ে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফিরে এসছেন বাড়িতে। একদিকে ক্লান্তি ও অবসাদ,  অন্যদিকে পেটে খিদে নিয়ে এত রাস্তা পাড়ি দিয়ে বাড়ি ফেরার পর মৃত্যুর মুখে ঢলে পড়ারও  খবর মিলেছে ইতিমধ্যে। ফের একই ঘটনা ঘটল মধ্যপ্রদেশের বারওয়ানিতে। মহারাষ্ট্রের ভিওয়ান্ডি থেকে কষ্ট  উপেক্ষা করে সাইকেল চালিয়ে বাড়িতে ফেরার পর মৃত্যু হল ৫৫ বছর বয়সী ওই শ্রমিকের।

মৃতের পরিবার ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে অভাবের তাড়নায় মহারাষ্ট্রের একটি কারখানায় শ্রমিকের কাজ নিয়ে চলে গিয়েছিলেন। কিন্তু কয়েক মাস কাজ করার পর লকডাউন ঘোষণা হয়ে যায়। ফলে উত্তরপ্রদেশেই আটকে পড়েছিলেন তাঁরা। এদিকে কারখানা বন্ধ করে দেওয়ায় হতের টাকা সব শেষ হয়ে যাচ্ছিল। অন্যদিকে বাকি থেকে যায় বকেয়া। অগত্যা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন আটকে পড়া ১১ জনশ্রমিক। তাঁরা ঠিক করেন আনুমানিক কয়েক'শ কিমি পথ চাইকেল চালিয়ে চলে আসবেন মধ্যপ্রদেশে। সেই পরিস্থিতিতে    তাঁরা সাইকেল চালিয়ে পার করেন প্রায় ৩৫০ কিলোমিটার পথ। অবশেষে বাড়িতে ফিরে ১১ জন শ্রমিক। এদের মধ্যে  মধ্য-পঞ্চাশের এক শ্রমিক তাবারেক আনসারি মৃত্যুর কোলে ঢ্লে পড়েন। শনিবার মৃত্যু হল তাঁর। খুধা আর আবসাদ সহ্য করতে না পেরে মৃত্যুর মুখে ঢলে পড়লেন তিনি। এত রাস্তা দুঃসাহসিক ভাবে পাড়ি দিয়েছিলেন নিজের পরিবারে ফিরতে। কিন্তু না খাওয়া পেট নিয়েও নিজের হতদরিদ্র পরিবারে ফিরে সুখে-শান্তিতে  জীবন কাটানোর স্বপ্ন নিমেষেই চুরমার হয়ে গেল মধ্যপ্রদেশের বারওয়ানির বাসিন্দা মধ্য-পঞ্চাশের তাবারেক আনসারির। চিকিৎসকরা বলছেন অত্যাধিক ক্লান্তি ও হিট স্টোকের জেরেই মৃত্যু হওয়ার সম্ভবনা। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। এনিয়ে বারওয়ানিতে ভিন রাজ্য থেকে ফেরা তিন শ্রমিকের মৃত্যু হল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.