Header Ads

রাজ্যের মৃত পরিযায়ী শ্রমিক পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা নবান্নের।

নজরবন্দি ব্যুরোঃ লকডাউন এর জেরে নানান জায়গায় আটকে পড়েছে পরিযায়ী শ্রমিকরা। এখন একে একে সকলেই বাড়ি ফিরছেন। কিন্তু বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মারা যান বেশ কিছু পরিচয় শ্রমিক। উত্তরপ্রদেশের ঔরৌয়া জেলায় পথ দুর্ঘটনায় মৃত শ্রমিকদের মধ্যে ৩-৪ জন পুরুলিয়ার বাসিন্দা। সেই মৃত শ্রমিকদের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে মৃত শ্রমিকদের পরিবার পিছু ক্ষতিপূরণ হিসেবে দু লক্ষ টাকা করে দেওয়া হবে।
এই টাকা যত শীঘ্র সম্ভব তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সরকার ওই সমস্ত শ্রমিকদের পরিবারের পাশে আছে। উল্লেখ্য, শনিবার সকালে বাড়ি ফিরতে গিয়ে ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয় ২৪ জন পরিযায়ী শ্রমিকের। এদিন পরিযায়ী শ্রমিকদের নিয়ে যাওয়া ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় মারা যান ২৪ জন। ওর দিকে এইদিনেই মধ্যপ্রদেশের সাগর জেলার বান্দা শহরের কাছে ট্রাক উল্টে গিয়ে মৃত হন ৬ জন পরিযায়ী শ্রমিক এবং দুর্ঘটনায় জখম হয়েছেন ১৬ জন। আহতদের চিকিৎসা চলছে বান্দা স্বাস্থ্য কেন্দ্রে। সাগর জেলার এসপি অমিত সাংঘি জানান, দুর্ঘটনার কবলে পড়া এ সমস্ত পরিযায়ী শ্রমিকরা মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে ফিরছিলেন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.