Header Ads

লকডাউনের বেরেছে পরকীয়া প্রেমের অ্যাপের ব্যাবহার

নজরবন্দি ব্যুরোঃ করোনার জন্য দেশ জুড়ে লকডাউন।এই লকডাউনে বেরেছে পরকীয়া অ্যাপের ব্যাবহার।পরকীয়া অ্যাপ যারা ব্যাবহার করে তারা এই অ্যাপ ব্যাবহার করা কে অপরাধ না মনে করে উপকারী ভাবছে।ভারতে মধ্যে বিশেষ করে মুম্বাই,দিল্লি, পুনে, কলকাতা,হায়দ্রাবাদের নারীরা বেশি করে এই অ্যাপ ব্যবহার করে থাকেন। এই সাইটটির নাম গ্লাডেন।এই অ্যাপের ব্যবহারে মহিলাদের মানসিক হতাশা ও শারীরিক ক্লান্তি দূর হচ্ছে।বিবাহ-বহির্ভূত সম্পর্ক তৈরি করার জন্য এই সাইট ব্যবহার করে থাকে সাধারণ মানুষ।কয়েক মাস ধরে ভারতজুড়ে এই অ্যাপে ১০ লাখ ইউজার বেড়েছে।
শুধুমাত্র মার্চ ও এপ্রিল মাসে লকডাউনের মধ্যে ১৬৬ শতাংশ ইউজার বেড়েছে এই অ্যাপে।তবে এই অ্যাপে নতুন ইউজারদের মধ্যে বেশিরভাগই নারী।যে সমস্ত নারীরা এই অ্যাপটি ব্যবহার করে তারা বেশিরভাগই উচ্চশিক্ষিত এবং উচ্চ পদে কর্মরত।গ্লেডেনের পক্ষ থেকে এই অ্যাপ ব্যবহারকারী ইউজারদের কাছে কিছু প্রশ্ন রাখা হয়েছিল। এরমধ্যে একটি প্রশ্ন ছিল তারা এই কাজটিকে অপরাধ মনে করছেন কিনা এর উত্তরে ইউজাররা বলেন,একটি সম্পর্কের সেক্স একটি গুরুত্বপূর্ণ অংশ।সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সেক্স অথাবা সেক্সুয়াল চ্যাট খুবই প্রয়োজন।তাই তারা সেক্স চ্যাট কে অপরাধের চোখে দেখেন না।Work-from-home এরপর সারাদিনের ক্লান্তি দূর করতে এই অ্যাপটি বেছে নিচ্ছেন তারা।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.