Header Ads

করোনা পজিটিভ ব্যাক্তি স্বচ্ছন্দে ঘুরে বেড়ালেন; তটস্থ মালদা জেলা প্রশাসন। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় এখনও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। শনিবার নবান্নের তরফে করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৫ জন। সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ২৫৭৬ জন। ২৫৭৬ জন আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৪৫৯ জন।পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১৬০ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)। অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন।
 অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ২৩২। অন্যদিকে রাজ্যজুড়ে করোনা ভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৩ জন। সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত ৮৯২ জন। এদিকে আজ আবার সংক্রমন ছড়াল মালদা জেলায়, এবার একেবারে মুম্বাই থেকে সংক্রামিত হয়ে জেলায় ফিরলেন এক পরিযায়ী শ্রমিক! মালদার চাঁচলের বাসিন্দা তিনি বলে জানাচ্ছে সূত্র। গতকাল গৌড়কন্যা বাস টার্মিনাসে নামার পর তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয় প্রশাসনের তরফে। তাঁরপর তিনি ফিরে যান নিজের গ্রাম চাঁচলে, এদিকে রাজ্যের রিপোর্ট আসার আগেই শনিবার মুম্বই থেকে ফোন করা হয় জেলা স্বাস্থ্য প্রশাসনকে। ফোনে জানানো হয়, গত ৮ই মে মুম্বাইতে ওই শ্রমিকের করোনা টেস্ট করা হয়েছিল, সেই রিপোর্ট পজিটিভ।
ফোন পেয়ে মাথায় বজ্রাঘাত হয় জেলা প্রশাসনের; কারন করোনা পজিটিভ ওই ব্যাক্তি ততক্ষনে বাড়ি ফিরে গিয়ে নিজের এলাকায় কাটিয়ে ফেলেছেন বেশ কিছুক্ষন! তড়িঘড়ি ওই শ্রমিককে চিহ্নিত করে তাঁকে পুরাতন মালদার কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। জেলা প্রশাসন সূত্রে খবর, ওই শ্রমিকের সঙ্গে আরও কয়েকজন মহারাষ্ট্র মালদায় ফিরেছিলেন গতকাল। তাঁদের খুঁজে বার করার চেষ্টা চালানো হচ্ছে পাশাপাশি ওই পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে এলাকায় কার কার সংস্পর্শ্বে এসেছেন তাও খুঁজে বার করার চেষ্টা হচ্ছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.