Header Ads

প্রস্তুত আন্টিবডি যা করোনা ভাইরাস কে রুখে দেবে ১০০%! দাবি মার্কিন গবেষকদের।

নজরবন্দি ব্যুরো: করোনা আক্রান্ত হয়ে গোটা বিশ্বে মৃত্যুর সংখ্যা এখন ৩ লক্ষা ৯ হাজার ৯১ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার পর্যন্ত আক্রান্তের সেদেশে সংখ্যা ১৪ লাখ ৩০ হাজার। মৃত্যু হয়েছে প্রায় ৮৬ হাজার মানুষের। এই পরিস্থিতিতে মার্কিন সংস্থার দাবি এই ভাইরাস নিরাময়ের পথ তারা বের করে ফেলেছে। মার্কিন সংস্থা সোরান্টো থেরাপিউটিক্স এর গবেষকরা দাবি করেছেন করোনা প্রতিরোধে STI-1449 নামক একটি অ্যান্টিবডির সন্ধান পেয়েছে তারা।
তাঁদের দাবি এই অ্যান্টিবডি করোনার ছড়িয়ে পড়া আটকাতে ১০০ শতাংশ সক্ষম। কয়েক মাস ধরেই নিউইয়র্ক এর মাউন্ট সিনাই স্কুল অফ মেডিসিনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে সোরান্টো থেরাপিউটিক্স। ইতিমধ্যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ছাড়পত্রের জন্য আবেদন জানিয়েছেন তাঁরা। গ্রিন সিগন্যাল পেলেই আগামী এক মাসে ২ লক্ষ ডোজ বাজারে আনবে তারা। সুইস কোম্পানি রোচের তৈরি একটি অ্যান্টিবডি কিট এর বিষয় একই সওয়াল করতে শুরু করেছেন ব্রিটিশ গবেষকরা। সম্প্রতি এই অ্যান্টিবডি ব্যবহারের ছাড়পত্র মিলেছে ব্রিটেনে। আগামী দিনে কয়েক লক্ষ অ্যান্টিবডি কিট কিনতে চলেছে ব্রিটিশ প্রশাসন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.