Header Ads

১৮ ই মে ঘোষণা করা হবে সিবিএসসি বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সূচি।

নজরবন্দি ব্যুরোঃ লকডাউন এর কারণে স্থগিত ছিল সিবিএসসি বোর্ডের দশম শ্রেণীর বাকি পরীক্ষা গুলির দিন ঘোষণা। শনিবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল ট্যুইট করে জানান, এদিন বিকেল পাঁচটায় সিবিএসসি বোর্ডের বাকি থাকা পরীক্ষা গুলির ঘোষণা করা হবে। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল পাঁচটায় ট্যুইট করা হয়। কিন্তু সেই ট্যুইটে পরীক্ষার দিন ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানান, সিবিএসসি বোর্ডের তরফে কিছু প্রযুক্তিগত সমস্যা নিয়ে আলোচনা চলছে এটি বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আগামী ১৮ ই মে পরীক্ষার সূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়। গত ৪মে সিবিএসসি বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছিল ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে নেওয়া হবে দশম শ্রেণীর বাকি পরীক্ষা গুলি। কিন্তু বিস্তারিতভাবে কোন কিছুই ঘোষণা করেনি বোর্ড। সেই সময় বোর্ড জানিয়েছিল দ্বাদশ শ্রেণীর বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে কিন্তু দশম শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র উত্তর পূর্ব দিল্লি ছাত্র-ছাত্রীদের জন্য দশম শ্রেণীর বাকি থাকা পরীক্ষাগুলো নেওয়া হবে কারণ দিল্লিতে হিংসার হিংসার পরিবেশ তৈরি হয়েছিল সেই কারণে সেখানকার ছাত্র-ছাত্রীরা ছয় টি পরীক্ষা দিতে পারেনি। কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পক্রিয়াল কিছুদিন আগে শিক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করে জানিয়েছিলেন শিক্ষকরা উত্তরপত্রের মূল্যায়ন বাড়িতেই করবেন। তিনি বলেছিলেন উত্তরপত্র মূল্যায়নের কাজ ৫০ দিনের মধ্যে শেষ করে দেওয়া হবে। এবং আগস্ট মাসে ফলাফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে বোর্ডের তরফে। দেশে মহামারী ছড়িয়ে পড়ার কারণে চলছে লকডাউন যার ফলে মোট ৮১টি বিষয়ের পরীক্ষা স্থগিত রাখতে হয়েছে সিবিএসসি বোর্ডকে। গত পয়লা এপ্রিল সিবিএসসি বোর্ডের তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছিল শুধুমাত্র সেই বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে যেগুলি কলেজে ভর্তির ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। শুধুমাত্র উত্তর পূর্ব দিল্লি ছাত্র-ছাত্রীদের দশম শ্রেণীর বাকি থাকা সমস্ত বিষয়ের পরীক্ষা নেওয়া হবে অন্যান্যদের ক্ষেত্রে দশম শ্রেণীর বাকি থাকা বিষয়ে পরীক্ষা গুলিকে ওই নির্দেশিকায় বাতিল করে দেওয়া হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.