Header Ads

ভারতকে ভেন্টিলেটর দেওয়ার ঘোষণা ট্রাম্পের!

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে বাড়ছে করোনা সংক্রমণ। সমানে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশে শতাধিক মৃত্যু। আবারও করোনায় মৃত্যু হল ১০৩ জনের। আক্রান্ত হয়েছেন ৩৯৭০ জন।

দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৪০ জন। আপাতত দেশে মোট মৃতের সংখ্যা ২৭৫২। মোট আক্রান্তের মধ্যে সেরে উঠেছেন ৩০ হাজারের বেশি মানুষ। বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৫৩ হাজার ৩৫ টি। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে শনিবার এই রিপোর্ট সামনে এসেছে।


সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে আমেরিকাকে 'হাইড্রক্সিক্লোরোকুইন' পাঠিয়েছিল ভারত। আর এবার ভারতের কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ট্রাম্প। ভারতে ভেন্টিলেটর দান করছে আমেরিকা।

শুক্রবার ট্যুইটারে ট্রাম্প লিখেছেন, "আমেরিকা ভারতকে ভেন্টিলেটন অনুদান হিসেবে দিচ্ছে। এই মহামারীতে আমরা ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে আছি। ভ্যাক্সিন তৈরির ক্ষেত্রেও আমরা ভারতকে সবরকম সাহায্য করব। আমরা একসঙ্গে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াইতে জয়ী হব।"

এর আগে হাইড্রক্সিক্লোরোকুইন নামের একটি ওষুধ, যা করোনা চিকিৎসায় কার্যকর হতে পারে বলে দাবি করেন গবেষকরা, সেটা চেয়ে আবেদন জানিয়েছিলেন ট্রাম্প।

এরপরই ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করে ট্রাম্প বলেছিলেন, "আমি প্রচুর পরিমাণ ওষুধ আনাচ্ছি। ২৯ মিলিয়ন এর থেকেও বেশি। বেশিরভাগটাই ইতিমধ্যে ভারত থেকে রওনা হয়েছে। আমি নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলাম, যদি তিনি ওষুধ পাঠান। মোদী ভীষণ ভালো মানুষ।"

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.