সৌরভের আইসিসি প্রেসিডেন্ট হওয়ার সব গুন রয়েছে বলে মনে করেন ডেভিড গাওয়ার
নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে তাঁর কাজে ইতিমধ্যেই মুগ্ধ ডেভিড গাওয়ার। এতটাই যে, বলে দিচ্ছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইসিসি প্রেসিডেন্ট হওয়ার দক্ষতাও রয়েছে।গাওয়ার বলেছেন, 'দীর্ঘ পর্যবেক্ষণের পর বুঝেছি, বিসিসিআইকে চালাতে গেলে অনেক কিছু সামলাতে হয়। সৌরভের দারুণভাবেই শুরু করেছে। কিন্তু এই কাজটা করতে গেলে দক্ষ রাজনীতিবিদ হতে হয়। ভিন্ন ভিন্ন বিষয় নিয়ন্ত্রণে রাখতে হয়। পাশাপাশি ক্রিকেট সংক্রান্ত যাবতীয় বিষয়ের দায় নিতে হয়। ভারতীয়দের কাছে ক্রিকেট খেলাটা কী আমরা সবাই জানি। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে সৌরভ সবচেয়ে কঠিন কাজটা করছে। ও অন্যের কথা মন দিয়ে শোনে। নিজের মতামত স্পষ্ট করে জানায়।
রাশ আলগা করে না। বরং দড়ি আলতো করে আস্তে আস্তে টানে।' প্রশাসনিক দায়িত্ব সামলাতে গেলে দক্ষ রাজনীতিবিদ হওয়াটা আবশ্যক মনে করেন গাওয়ার। তিনি আরও বলেছেন 'সৌরভ মানুষ হিসেবে দারুণ। দক্ষ রাজনীতিবিদের গুন আছে। সকলকে একসঙ্গে নিয়ে চলার মানসিকতা রয়েছে। ভাল কাজ করতে চায়। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে ও যদি এভাবেই ভাল কাজ করতে থাকে, তা হলে কে বলতে পারে ও একদিন আইসিসি-র প্রেসিডেন্ট হবে না?'
রাশ আলগা করে না। বরং দড়ি আলতো করে আস্তে আস্তে টানে।' প্রশাসনিক দায়িত্ব সামলাতে গেলে দক্ষ রাজনীতিবিদ হওয়াটা আবশ্যক মনে করেন গাওয়ার। তিনি আরও বলেছেন 'সৌরভ মানুষ হিসেবে দারুণ। দক্ষ রাজনীতিবিদের গুন আছে। সকলকে একসঙ্গে নিয়ে চলার মানসিকতা রয়েছে। ভাল কাজ করতে চায়। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে ও যদি এভাবেই ভাল কাজ করতে থাকে, তা হলে কে বলতে পারে ও একদিন আইসিসি-র প্রেসিডেন্ট হবে না?'
কোন মন্তব্য নেই