Header Ads

উচ্চ-প্রাথমিকের নিয়োগ জটিলতা কাটাতে তৎপর স্কুল সার্ভিস কমিশন!

নজরবন্দি ব্যুরো: পাঁচ বছরের বেশে সময় হয়ে হয়ে গেল এখনও আটকে আছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। আদলের নির্দেশের পরে মেরিটলিস্ট প্রকাশের পরেও নিয়োগ নিয়ে জটিলতা আরও বাড়ে। আর এর পরে নিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দেয়।

চলতে থাকা এমন বিতর্কের মধ্যে আবারও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের তৎপরতা শুরু করল স্কুল সার্ভিস কমিশন। এই পরিস্থিতিতেই যাতে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের স্থগিতাদেশের শুনানি জরুরি ভিত্তিতে করা হয় তার জন্য হাইকোর্টের কাছে আবারও আবেদন রাখছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। উচ্চ প্রাথমিকে পরীক্ষার্থীরা দুটি পর্যায় "প্রটেস্ট ফ্রম হোম" এই পদ্ধতিতে আন্দোলন চালিয়েছেন নিয়োগের দাবিতে।

শুধু তাই নয় শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্টে নিয়োগের দাবি নিয়ে একাধিকবার ছবিসহ পোস্ট করেছেন হবু শিক্ষকরা। সম্প্রতি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসএসসি-কে তার জেরেই নিয়োগের মামলার দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। এখন দেখার এই নিয়োগ জটিলতা কবে কাটে। আর সেই দিকে তাকিয়ে পরীক্ষার্থীরা। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.