Header Ads

টাকার অভাবে চিকিৎসা বন্ধ জনপ্রিয় অভিনেত্রী শ্রীমতীর,ফেসবুকে সাহায্যের আবেদন করলেন নাতনি

নজরবন্দি ব্যুরোঃ ৫০ বছর ধরে অভিনয় করছেন শ্রীমতী পাইন। সম্প্রতি তাঁকে অভিনয় করতে দেখা গেছিল খোকাবাবু, টাপুর-টুপুর এর মত সিরিয়ালে।তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছাত্রী ছিলেন। আকাশবাণীতে শ্রুতি নাটকেও জনপ্রিয় ছিলেন প্রচুর।থিয়েটার জগৎ ও তাঁর বেশ নাম।উৎপল দত্ত, মলিনা দেবী, জহর রায়ের মতো শিল্পীদের সঙ্গে থিয়েটার মঞ্চে অভিনয় করেছেন তিনি।তবে সেই সময়ে এখনকার মত টাকা পেতেননা অভিনেত্রীরা।সেই কারণে খুব বেশি রোজগার হয়নি তাঁর।এই বছর পয়লা বৈশাখের দিন ব্রেন স্ট্রোক হয় তাঁর। কিন্তু অর্থের অভাবে হচ্ছে না চিকিৎসা।
তাঁর এইরকম অসুস্থতার কথা ফেসবুকে লেখেন তার নাতনিআপাতত মেয়ে ও নাতনির সাথে সিঁথিতে থাকেন তিনি।৭২ বছর বয়সেও বাস, অটো করে শুটিং করতে যেতেন অভিনেত্রী।কিন্তু বর্তমানে লকডাউন এর জন্য বন্ধ হয়ে গেছে সে কাজ ও।লকডাউনের জন্য বন্ধ নাতনির অফিসও।সেই কারণে হাতে নেই বেশি টাকাও।মায়ে লোহা বাঁধান বিক্রি চিকিৎসা করিয়েছেন তিনি কিন্তু কিছু লাভ হয়নি।আসলে তার দিদার চিকিৎসার জন্য প্রয়োজন আরো অর্থের।কিন্ত এই বিপদে তাদের পাশে নেই কেউই। তাই এই দুঃখের কথা নিজে লিখেন তার নাতনি।সোশ্যাল মিডিয়ায় শিল্পীর করুণ অবস্থা দেখে চোখে জল এসেছে অনেকেরই। অনেকেই এগিয়ে আসতে চেয়েছেন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.