বঙ্গ বিজেপিকে 'রাজনীতির উর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোর' পরামর্শ রাজ্যসভার সাংসদের
নজরবন্দি ব্যুরোঃ বঙ্গ বিজেপিকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে বিকল্প নীতি তৈরীর পরামর্শ দিলেন বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপিকে শুধু আন্দোলন করলেই চলবে না বিকল্প নীতি ও তৈরি করতে হবে। শিক্ষা শিল্প কৃষি সবক্ষেত্রেই এমন নীতি নিয়ে আসতে হবে যাতে বিকল্প ভাবে অর্থনীতি চাঙ্গা করা যায়। শুক্রবার বিকেলে সামাজিক মাধ্যমে আয়োজিত একটি আলোচনা সভায় এ মন্তব্য করেন বিজেপির রাজ্যসভার প্রবীণ সাংসদ স্বপন দাশগুপ্ত।
'করোনা পরিস্থিতি ও পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ' শীর্ষক সামাজিক মাধ্যমে আয়োজিত একটি আলোচনা সভায় সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন 'এই মুহূর্তে বঙ্গ বিজেপির উচিত মানুষের পাশে দাঁড়িয়ে বিকল্প পথ দেখানো। রাজনীতির ঊর্ধ্বে ওঠার সময় এখন এসেছে।
এখন মানুষকে নতুন দিশা দেখানোর দরকার।' শুধু বঙ্গ বিজেপিকে পরামর্শ দেননি তিনি পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেন রাজ্যসভার বিজেপি সাংসদ। তাঁর কথায়, করোনা ভাইরাসকে মুখ্যমন্ত্রী খুবই হালকা চলে নিয়েছিলেন। এই পরিস্থিতিতে তিনি রাজনীতি করতে ছাড়েননি। রাজ্যের এই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এই কঠিন ভয়াবহ পরিস্থিতিতে রাজ্যসভার বিজেপি সাংসদ চাইছেন ট্রাম্প রাজ্য বিজেপি মানুষের পাশে দাঁড়াক। মানুষের পাশে দাঁড়ানোর এটাই সুযোগ। দলীয় রাজনীতির উর্ধ্বে উঠে মানুষের কি প্রয়োজন তা জেনে বিকল্প পথ অবলম্বন করে মানুষের পাশে দাঁড়ানোর সময় এসে গিয়েছে।
এখন মানুষকে নতুন দিশা দেখানোর দরকার।' শুধু বঙ্গ বিজেপিকে পরামর্শ দেননি তিনি পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেন রাজ্যসভার বিজেপি সাংসদ। তাঁর কথায়, করোনা ভাইরাসকে মুখ্যমন্ত্রী খুবই হালকা চলে নিয়েছিলেন। এই পরিস্থিতিতে তিনি রাজনীতি করতে ছাড়েননি। রাজ্যের এই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এই কঠিন ভয়াবহ পরিস্থিতিতে রাজ্যসভার বিজেপি সাংসদ চাইছেন ট্রাম্প রাজ্য বিজেপি মানুষের পাশে দাঁড়াক। মানুষের পাশে দাঁড়ানোর এটাই সুযোগ। দলীয় রাজনীতির উর্ধ্বে উঠে মানুষের কি প্রয়োজন তা জেনে বিকল্প পথ অবলম্বন করে মানুষের পাশে দাঁড়ানোর সময় এসে গিয়েছে।
কোন মন্তব্য নেই