Header Ads

২৪ শ্রমিকের রক্তের দাগ শুকানোর আগেই ফের দূর্ঘটনা; এবার মৃত ৫ পরিযায়ী শ্রমিক। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ ফের মর্মান্তিক ঘটনা ঘটল দেশে। ভোররাতে খবর এসেছিল ট্রাকের ধাক্কায় মৃত্যু ২৪ পরিযায়ী শ্রমিক। যার মধ্যে রয়েছেন ৫ জন পশ্চিমবঙ্গের বাসিন্দাও, ভোরে এই দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের আউরাইয়া এলাকায়। এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও অনেক। এলাকার লোকেরাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগায়। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই শ্রমিকেরা রাজস্থান থেকে আসছিল। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, একটি ট্রাকে করে যাচ্ছিল ওই পরিযায়ী শ্রমিকেরা। কিন্তু উত্তরপ্রদেশের আউরাইয়াতে অন্য একটি ট্রাক এসে ধাক্কা দেয় পরিযায়ী শ্রমিকদের ট্রাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় অনেকের। আউরাইয়ার ডিএম আভিষেক সিং জানিয়েছেন, রাত সাড়ে ৩ টে নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন। অন্যদিকে কিছুক্ষন আগে মধ্যপ্রদেশে শ্রমিক বোঝাই একটি ট্রাক উলটে গিয়ে স্পটেই মৃত্যু হয়েছে ৫ জন পরিযায়ী শ্রমিকের। গুউরুতর জখম আরও ২১ জন। ট্রাকটি মহারাষ্ট্র থেকে উত্তর প্রদেশ যাচ্ছিল। যাত্রা পথে মধ্যপ্রদেশের সাগর জেলার বান্দায় উলটে যায় ট্রাকটি। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.