Header Ads

চলে গেলেন টেলি অভিনেতা সচিন কুমার

নজরবন্দি ব্যুরোঃ ইরফান খান, ঋষি কাপুর এই বছর বলিউডের একের পর এক নক্ষত্র পতন ঘটে চলেছে।অন্যদিকে টেলিভিশনের ক্রাইম পেট্রল খ্যাত অভিনেতা শফিক আনসারি প্রয়াণ ঘটেছে।এবার টেলিভিশনের আরেক অভিনেতা কাহানি ঘর ঘর কী-র জনপ্রিয় অভিনেতা সচিন কুমারের মৃত্যু ঘটেছে।টেলিভিশের অভিনেতা জুলফি সায়েদ শনিবার সকালে এই খবর প্রকাশ করেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সচিন কুমারের।সচিনের সহঅভিনেতা ও বন্ধু চেতন হংসরাজ জানান, ফেসবুকের মাধ্যমে সচিনের মৃত্যুর খবর পান তিনি।কিন্তু কিছুতেই সচিনের মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না তিনি।বেশ টেলিভিশনে কাজ করেন তিনি।তবে অভিনয় থেকে সরে গিয়ে ছবি তোলার কাজে মন দিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে টলি দুনিয়ায়।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.