মুর্শিদাবাদে ফের করোনা আক্রান্ত ৩ জন; সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, শহর কোলকাতা ছাড়িয়ে এবার জেলা গুলিতে ধরা পরছে করোনা রোগী। আজ ফের মুর্শিদাবাদে করোনা পজিটিভ ধরা পড়লো ৩ জনের শরীরে।মুর্শিদাবাদ জেলায় এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮। উল্লেখ্য এই জেলায় খুব কম পরিমানে টেস্ট হয়েছে প্রাথমিক স্তরে। বাইরে থাকা প্রচুর লোক ফেরায় টেস্ট বাড়ানোর পর আরও বেশি পজিটিভ কেস ধরা পড়ার আশঙ্কা করছে প্রশাসন।
মুর্শিদাবাদ প্রশাসনের তরফে জানানো হয়েছে শ্বাসকষ্ট জনিত সমস্যা মুর্শিদাবাদে বেশি দেখা যাচ্ছে।তাই মাননীয়া মুখ্যমন্ত্রীও মুর্শিদাবাদের ওপর বিশেষভাবে নজর দিতে নির্দেশ দিয়েছেন প্রশাসন কে। অপর দিকে আজ এই জেলার ডোমকলের আরও এক বৃদ্ধের করোনা সংক্রামণ হয়েছে বলে সূত্রের খবর। তাঁকে কোলকাতা রেফার কড়া হয়েছে। সব মিলিয়ে জেলা মুর্শিদাবাদের অবস্থা খুব বিপদ জনক বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মত যত বেশি টেস্ট হবে তত বাড়বে সংক্রমণের সংখ্যা।
কোন মন্তব্য নেই