Header Ads

ব্যাকফুটে ট্রাম; অবস্থান বদলে ফের হু'কে অর্থ সাহায্য করতে চলেছে আমেরিকা। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব স্বাস্থ সংস্থার হাত এই করোনা বিপদের মধ্যেও ছেড়ে দিয়েছে আমেরিকা। চিনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট বন্ধ করে দেন বিশ্ব সাস্থ সংস্থা কে দেওয়া অনুদান। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ ছিল তাঁরা নিজেদের জনগনের করের ৪ কোটি ডলার সাহায্য করেন বিশ্ব স্বাস্থ সংস্থা অথচ তাঁরা আমেরিকার কথায় গুরুত্ব না দিয়ে চিনের স্বার্থ রক্ষা করছে! মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রীতিমত সমালোচনা করেন বিল গেটস। তিনি বলেন মানব সভ্যতাকে বাঁচাতে বিশ্বের দরকার WHO-কে। আর সেখানে যদি তাদেরই অনুদান দেওয়া বন্ধ করে দেওয়া হয় তাহলে তা মানব বিরোধী কাজ করা হবে। এদিকে করোনা শঙ্কট মোকাবিলায় দিবারাত্রি নিয়োজিত WHO বিপাকে পড়ে মার্কিন অর্থ সাহায্য বন্ধ হয়ে যেতে। চরম শঙ্কটের এই মুহুর্তে হু'র হাত ধরতে এগিয়ে আসে চিন। আগেই তাঁরা ঘোষণা করেছিল ২ কোটি অর্থ সাহায্যের কথা আর হু'র শঙ্কটে পাশে থাকার জন্যে তাঁর সঙ্গে যোগ করা হয় আরও তিন কোটি। অর্থাত্‍ হু'কে মোট ৫ কোটি ডলার অর্থসাহায্য করছে চিন। যা আমেরিকার থেকেও ১ কোটি ডলার বেশি!  চিন জানিয়েছিল, "বিশ্বজুড়ে করোনা সংক্রমণ রুখতে, টিকা আবিষ্কার করতে, ওষুধ তৈরি ও গবেষণার জন্য এই বিপুল অর্থ দেওয়া হচ্ছে WHO কে"। এদিকে রয়টার্সের জনমত সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত মিলেছে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে গতি হারাতে পারেন ট্রাম এই অবস্থায় নিজের অবস্থান বদলে ফের হুকে আর্থিক সাহায্যের কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প! ট্রাম্প প্রশাসন জানিয়েছে চিন যতটা অনুদান দেবে হু'কে ততটাই অনুদান দেবে আমেরিকাও। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.