হাওড়া স্টেশনে কর্তব্যরত দুই আরপিএফ জওয়ানের দেহ মিলল করোনা ভাইরাস
নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে পড়েছিলেন পরিযায়ী শ্রমিকরা। এবার ভিন রাজ্য থেকে সেইসব পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হচ্ছে ট্রেনে করে। শ্রমিকদের নিয়ে ট্রেন ঢুকছে হাওড়া স্টেশনে। ট্রেন থেকে নাম সেই শ্রমিক সামাজিক দূরত্ব বজায় রেখে নামানো হচ্ছে। আর এইসব কাজ করছিলেন হাওড়া স্টেশনের কর্তব্যরত আরপিএফ জওয়ানরা। এবার হাওড়া স্টেশনে কর্তব্যরত দুই আরেকজনের দেহে মিলল করোনা ভাইরাস। রিপোর্ট পজিটিভ আসার পর ইতিমধ্যেই তাদেরকে ক্যান্সার হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু করা হয়েছে। কদিনের মধ্যে তাঁদের সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদেরকেও শনাক্ত করে কোয়ারেন্টাইনে পাঠানোর কাজ শুরু হয়েছে।
সূত্রের খবর আক্রান্ত ২ আরপিএফ জওয়ান সাবধানতা অবলম্বন করেই ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের স্টেশন পেরোনোর কাজের তদারকি করছিলেন। দুই আরপিএফ জনের মধ্যে একজন হেড কনস্টেবল ও অন্যজন কনস্টেবল রয়েছেন। ২ জাওয়ানই ব্যারাকে থাকতেন। তবে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের সংস্পর্শে আশাতেই তারা করনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা তা এখনও নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি। দুই জবানের দেহে করোনাভাইরাস মেলায় ব্যারাকে ব্যাপক আকারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই ব্যারাকে সাইজ করার কাজ শুরু করে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই দুই জনের সংস্পর্শে আসায় বেশ কয়েকজন আরপিএফ জওয়ানকে হোম আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের লালা রসের নমুনা সংগ্রহ করে সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই