Header Ads

করোনার জেরে বন্ধ ক্রিকেট, তবুও টেস্ট র্যা ঙ্কিংয়ে ১ নম্বর থেকে ৩ এ নেমে গেল ভারত

নজরবন্দি ব্যুরোঃ করোনা সংক্রমণের জেরে বিশ্বজুড়ে বন্ধ রয়েছে সব ধরনের খেলাধুলো। ক্রিকেটও বন্ধ। কিন্তু তারমধ্যেই চার বছর পর টেস্ট ক্রিকেটে শীর্ষস্থান খোয়ালো ভারত। শুধু সিংহাসনচ্যুতই নয় সেই সাথে র্যাঙ্কিংয়ে মগডাল থেকে একেবারে ৩ নম্বরে নেমে গেল ভারতীয় ক্রিকেট দল।
 ১ নম্বরে উঠে গেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এক,দুই,তিন এর পয়েন্ট এই রকম, টেস্টে 116 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। 115 রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড। অপরদিকে দুই রেটিং পয়েন্ট খুইয়ে 114 পয়েন্ট নিয়ে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে তিন নম্বরে নেমে গেল টিম ইন্ডিয়া।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.