Header Ads

সচেতনাতার বার্তা দিতে এবার শর্ট ফিল্ম নিয়ে হাজির লক্ষ্মীরতন,দেখুন ভিডিও

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনকে সমর্থন জানিয়ে ক্রিকেটারদের নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করার উদ্যোগ নিলেন লক্ষ্মীরতন শুক্ল। প্রাক্তন বাংলা অধিনায়কের লেখা চিত্রনাট্যে অভিনয় করলেন মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, সৌরাশিস লাহিড়ী, বাংলা ব্যান্ড ভূমির সুরজিত্‍ চট্টোপাধ্যায় ও লক্ষ্মী নিজে।মানুষকে বাড়িতে থাকার বার্তা দিতেই লক্ষ্মীরতন শুক্লার মস্তিষ্কপ্রসূত এই শর্ট ফিল্মের নাম "ডাল, ভাত, চোখা"। শর্ট ফিল্মের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে, লকডাউনে বারবার বাড়ির বাইরে না যাওয়ার জন্য।
 পোলাও, মাছ, মাংসের মতো এলাহি খাবারের বদলে করোনা যুদ্ধের আবহে ডাল, ভাত, আলু চোখা খেয়েই কঠিন পরিস্থিতিতে লড়াই করার। লক্ষ্মী ছাড়াও একঝাঁক ক্রিকেটারএই শর্ট ফিল্মে বাড়ি থেকেই অভিনয় করেছেন। এই শর্ট ফিল্ম নিয়ে লক্ষ্মী জানান 'আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি। তাই সমাজকে সচেতন করার দায়িত্ব নিই। আমিই লিখি ছোট একটা গল্প। তার উপরে কাজ হয়। আমরা কিন্তু বাড়ির মধ্যে থেকেই অভিনয় করেছি।'

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.