Header Ads

লকডাউনের মধ্যেও পাকিস্তানি সেনার সঙ্গে যুঝতে হচ্ছো ভারতীও সেনাকে! চলছে গুলির লড়াই

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের মধ্যে কাশ্মীরে একদিকে যেমন ভারতীয় সেনাকে কড়া হাতে জঙ্গি দমন করতে হচ্ছে। তেমনই একই ভাবে পাকিস্তানি সেনার সঙ্গেও যুঝতে হচ্ছে প্রতিপদে। শুক্রবারও জম্মু কাশ্মীরের বারমুল্লা জেলায় দুপুর ৩ টে ৩০ নাগাদ গুলি চালায় পাক বাহিনী। এসময় জখম হয়েছিলেন তিন জওয়ান। এর মধ্যে শনিবার সকালে ২ জওয়ানের মৃত্যু হয়েছে।সেনা সূত্রে জানা গিয়েছে, বারামুল্লায় শুক্রবার দুপুর সাড়ে ৩টে নাগাদ হঠাত্‍ করেই গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা।
সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া একটা বিবৃতি দিয়ে জানান , '১ মে, দুপুর সাড়ে ৩টে নাগাদ বারামুল্লা জেলার রামপুর সেক্টরে লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে হঠাত্‍ করেই পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধবিরতি যুক্তি লঙ্ঘন করে গুলি চালানো শুরু করে।'অতর্কিতে এই হামলায় ভারতীয় সেনার তিন জওয়ান আহত হন। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই জওয়ান গুরুতর আহত ছিলেন। শনিবার সকালে তাঁদের মৃত্যু হয়। এদিকে প্রাথমিক ধাক্কা কাটিয়ে পাক গুলির জবাব দেয় ভারতীয় সেনাও। সেনার চালানো গুলিতে পাক বাহিনীর একাধিক বাঙ্কারের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.