Header Ads

ফের শিক্ষকদের পেনশন পাওয়া নিয়ে জটিলতা!

নজরবন্দি ব্যুরো: রাজ্যসহ গোটা ভারত করোনা ভাইরাস আতঙ্কে আতঙ্কিত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। একদিকে গোটা দেশজুড়ে লকডাউন চলছে। অন্য দিকে দ্রুতগতিতে সংক্রমণ বাড়াচ্ছে করোনা ভাইরাস। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব রাজীব সিনহা শুক্রবার জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৭২,  শুধু করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ এবং করোনা আক্রান্ত কিন্তু অন্য কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের। এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৯ জন।

এই রকম সময় শিক্ষকদের পেনশন পাওয়া নিয়ে ফের বিতর্ক সামনে এল। দু-তিন বছরের মধ্যে সিপিএফ থেকে জিপিএফে উন্নীত হওয়া বহু শিক্ষক অবসর গ্রহণ করেছেন। তাঁদের অনেকেই এখন পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ। তার জন্য অবশ্য দুটি কারণকে দায়ী করছেন এই শিক্ষকরা। তার মধ্যে আধিকারিকদের কাজে গড়িমসিকেই মূল কারণ হিসেবে দেখছেন তাঁরা। শুরু থেকেই অফিসাররা সক্রিয়ভাবে কাজ করলে এমন পরিস্থিতি তৈরি হত না। দ্বিতীয়ত, করোনার জেরে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে সব বন্ধ হয়ে যাওয়ার ফলে যাবতীয় কাজ আটকে গিয়েছে। জানা গিয়েছে, এমন এক হাজারের বেশি অবসরপ্রাপ্ত শিক্ষক পেনশন পাচ্ছেন না। এই সমস্ত শিক্ষকরা চাইছেন, একটি বিজ্ঞপ্তি জারি করুক সরকার, তাহলেই জটিলতা কাটবে। পেনশনের টাকা না মেলায় চরম সঙ্কটে দিন কাটছে বহু শিক্ষক ও তাঁদের পরিবারের। যদিও রাজ্য শিক্ষা দপ্তর এ প্রসঙ্গে জানিয়েছে, লকডাউন না ওঠা পর্যন্ত কিছু করা সম্ভব হবে না। সংশ্লিষ্ট জেলা পরিদর্শকদের থেকে বিষয়টি না জেনে কিছু করা সম্ভব নয়।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.