Header Ads

করোনার দ্বিতীয় হানার জন্য সতর্ক থাকতে হবে গোটা বিশ্বকে!

নজরবন্দি ব্যুরোঃ গোটা বিশ্বে এই মারণ করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর এইরকম সময়ে ফের ভয়ের কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা 'হু'।
শুক্রবার তারা জানিয়েছে ভ্যাকসিন তৈরি না হওয়া অবধি করোনা ভাইরাসের দ্বিতীয় বা তৃতীয় দফার আক্রমণের জন্য তৈরি থাকতে হবে গোটা বিশ্বকে।
এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান ডাঃ হান্স ক্লুগ বলেন , লকডাউন চলছে প্রায় গোটা বিশ্বে। কিন্তু তার পরেও করোনার প্রকোপ কমানো যায়নি। আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

ক্লুগ বলেন, এর আগেও তিনি করোনার ভয়াবহতা নিয়ে সতর্ক করেছিলেন বিশ্বের একাধিক দেশকে। জানিয়েছিলেন এত তাড়াতাড়ি কোভিড ১৯-এর প্রভাব মুক্ত হবে না বিশ্ব। যতদিন না কোনও ভ্যাকসিন তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত সতর্ক থাকতে হবে বলে পরামর্শ তাঁর। ক্লুগের দাবি যে কোনও দিন নতুন ভাবে আক্রমণ চালাতে পারে করোনা ভাইরাস। এর সেকেন্ড বা থার্ড ওয়েভ ছড়াতে পারে।

ক্লুগের ধারণা ভ্যাকসিন না বেরোনো পর্যন্ত সতর্ক থাকতে হবে সবাইকে। এই ভ্যাকসিন বেরোতে অনেকটাই সময় লাগবে। ফলে আরও প্রাণহানির সম্ভাবনা থাকছে। বিশ্বের বিভিন্ন দেশের উচিত ভবিষ্যতের জন্য তৈরি থাকা। কারণ নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় এখনও আছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.