Header Ads

মদ খেলে গলা থেকে করোনা ভাইরাস দূর হবে, এমনই মন্তব্য করলেন কংগ্রেসের বিধায়ক

নজরবন্দি ব্যুরোঃ এক কংগ্রেসের বিধায়ক গলা থেকে করোনা ভাইরাস দূর করতে মদ খাওয়ার পরামর্শ দিলেন।সেই জন্য তিনি জানালেন মদ এর দোকাল গুলো খুলে দেওয়া দরকার।কংগ্রেসের বিধায়ক ভরত সিং কুন্দরপুর এর মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে চিঠিতে লিখেছেন, মদ এর দোকাল গুলো খুলে দেওয়া দরকার।মদ খেলে করোনা ভাইরাসের আক্রান্ত হবে না কেউ।মদ খেলে গলা থেকে করোনা ভাইরাস চলে যাবে।
এইরকম মন্তব্যের জন্য যুক্তিও রেখেছেন কিন্তু তিনি।ভরত সিং দাবি করেছেন অ্যালকোহল দিয়ে হাত ধুলে যদি করোনা ভাইরাস চলে যায়। তাহলে অ্যালকোহল খেলেও করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে।সেজন্য তার মতে মদ্যপানের জন্য বেঁচে যাবে।এর পাশাপাশি তিনি আরো দাবি করেন মদের দোকান গুলি বন্ধ থাকায় আয়ের এর পথ গুলো বন্ধ হয়ে গেছে।সেই কারণে দোকান গুলি খুলে দেওয়া ব্যাবস্থা করা হোক।এর ফলে আর্থিক ক্ষতি অনেকটাই কমবে বলে দাবি করেছেন তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.