Header Ads

করোনা চিকিৎসায় নতুন ওষুধের কথা জানাল ট্রাম্প!

নজরবন্দি ব্যুরো: করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে গোটা পৃথিবী জুড়ে। সমানে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। মৃত্যু মিছিল আটকাতে ব্যর্থ গোটা পৃথিবীর চিকিৎসকরা। যদিও  সারা বিশ্বের গবেষকরা করোনার ভ্যাকসিন খুঁজতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত ভাল খবর শোনাতে পারেনি চিকিৎসকরা। তবে জরুরি ক্ষেত্রে হাইড্রোক্সাইক্লোরোকুইনের পর রেমডেসিভির ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকদের একটা বড় অংশ।

শুক্রবার মার্কিন নিয়ন্ত্রক সংস্থা এফডিএ জরুরি পরিস্থিতিতে পরীক্ষামূলক-ভাবে করোনা চিকিৎসায় রেমডেসিভি ওষুধ ব্যবহারের অনুমতি দিয়েছে। ওয়াইট হাউসে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ওষুধ করোনাভাইরাস রোগীদের দ্রুত পুনরুদ্ধার করতে সহায়তা করে বলে মনে করা হচ্ছে। COVID-19 বিরুদ্ধে লড়াইয়ে এটি প্রথম ড্রাগ হিসাবে দেখানো চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.