Header Ads

জল্পনার অবসান; প্রকাশ্যে কিম জং উন

নজরবন্দি ব্যুরো: তাঁকে নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে। এবার সব জল্পনায় হল ঢেলে সামনে এলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সাম্প্রতিক সময়ে তাঁর সুস্থতা ও শারীরিক অবস্থা সম্পর্কে গোটা পৃথিবী জুড়ে নানা খবর ছড়াতে থাকে। শনিবার কেসিএনএ তাঁদের প্রতিবেদনে কিম জং উন-কে নিয়ে একটি খবর প্রকাশ করেছে।


কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানাচ্ছে, শুক্রবার রাজধানী পিয়ংইয়াংয়ের কাছেই সানচনে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রায় ৩ সপ্তাহ ধরে সারা বিশ্বে কিমের মৃত্যু সংবাদ নিয়ে জোর আলোচনার পর প্রকাশ্যে এলেন কিম।

ওই নিউজ এজেন্সি জানাচ্ছে, একটি সার কারখানার উদ্বোধনের ফিতা কেটেছেন কিম জং উন। ওই অনুষ্ঠানে কিমকে সশরীরে হাজির হতে দেখে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে। তবে ওই অনুষ্ঠানের কোনও ছবি প্রকাশ করেনি কেসিএনএ।

গত মাসে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বৈঠকের সভাপতিত্ব করার পর থেকে উত্তর কোরিয়ার নেতাকে প্রকাশ্যে দেখা যায় নি। এর পরে তাঁর মৃত্যু ঘিরে জল্পনা ছড়ায়। একাধিক দেশের রিপোর্টে দাবি করা হয়, মৃত্যু হয়েছে এই নেতার। কিন্তু এর পরে জানা যায় তিনি সুস্থ আছেন। তবুও প্রকাশ্যে না আসায় তাঁকে ঘিরে সমগ্র পৃথিবীতে জল্পনা চলছিল। এবার সেই জল্পনার অবসান হল বলে মনে করছে বিশেষজ্ঞররা।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.