উত্তরবঙ্গে পাঠানো বিশেষজ্ঞ দলের মধ্যেই করোনা আক্রান্ত! #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ অস্বস্তি যেন পিছু ছাড়ছেনা রাজ্য সরকারের। এবার এমন ঘটনা ঘটল যা নজিরবিহীন। স্বাস্থ্য ভবনের পাঠানো বিশেষজ্ঞ দল উত্তরবঙ্গে পৌঁছেই চলে গেল কোয়ারেন্টাইনে। উল্লেখ্য, উত্তরবঙ্গে করোনা ভাইরাস মোকাবিলার জন্যে ২৮ জনের বিশেষজ্ঞ দল পাঠিয়েছে রাজ্য সরকার। করোনা নিয়ন্ত্রণ তো দূরের কথা! ২৮ জনের সরকারি এক্সপার্ট দল এই মুহূর্তে উত্তরবঙ্গে গৃহবন্দি।
গত ২৯শে এপ্রিল স্বাস্থ্য ভবন উত্তরবঙ্গে করোনা নিয়ন্ত্রনের জন্যে একটি ২৮ জনের মেডিক্যাল টিম পাঠায় ভলভো গাড়িতে, সেই দল ৩০ তারিখে পৌঁছায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। দলে ছিলেন ২১ জন চিকিৎসক, ২ জন নার্স, ১ জন রেডিওলজিস্ট, ২ জন টেকনিশিয়ান এবং ২ জন কর্মী। তাঁদের মধ্যে একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত! ফলে পুরো টিমকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
আক্রান্ত চিকিৎসক ছাড়া বাকি ২৭ জন কে নিয়েই আশায় রয়েছে উত্তরবঙ্গ; তাঁদের আবার পরীক্ষা করা হচ্ছে যদি রিপোর্ট নেগেটিভ আসে তাহলে কাজ শুরু করবেন তারা।
গত ২৯শে এপ্রিল স্বাস্থ্য ভবন উত্তরবঙ্গে করোনা নিয়ন্ত্রনের জন্যে একটি ২৮ জনের মেডিক্যাল টিম পাঠায় ভলভো গাড়িতে, সেই দল ৩০ তারিখে পৌঁছায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। দলে ছিলেন ২১ জন চিকিৎসক, ২ জন নার্স, ১ জন রেডিওলজিস্ট, ২ জন টেকনিশিয়ান এবং ২ জন কর্মী। তাঁদের মধ্যে একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত! ফলে পুরো টিমকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
আক্রান্ত চিকিৎসক ছাড়া বাকি ২৭ জন কে নিয়েই আশায় রয়েছে উত্তরবঙ্গ; তাঁদের আবার পরীক্ষা করা হচ্ছে যদি রিপোর্ট নেগেটিভ আসে তাহলে কাজ শুরু করবেন তারা।
Loading...
কোন মন্তব্য নেই