Header Ads

চার রাজ্যের বাসিন্দাদের ১৪ দিনের জন্য প্রবেশ নিষিদ্ধ করল ইয়েদুরাপ্পা সরকার!

নজরবন্দি ব্যুরোঃ করোনার প্রকোপে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেশে তা থেকে উঠতে আমাদের দেশে চতুর্থবারের জন্য চালু হল লকডাউন। আগামী ৩১মে পর্যন্ত ফের লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এবার রাজ্যগুলির উপর অনেক বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু নিত্যদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এতিমধ্যেই একাধিক রাজ্যে নিয়মে শিথিলতা আনতে চলেছে। সেই আবহে ইতিমধ্যে করোনা আক্রান্ত রাজ্য দেশের চারটি রাজ্যের বাসিন্দাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করল ইয়েদুরাপ্পা সরকার।
সূত্রের খবর একদিকে সোশ্যাল ডিস্টেন্স মেনে গাড়ি চালানো, পাব খুলে দেওয়া, রেস্তোরাঁ, দোকানপাট খোলার পাশাপাশি মলগুলিও খোলার সিদ্ধান্ত নিতে চলেছে প্রশাসন। সেই পরিস্থিতিতে করোনা আক্রান্ত চার রাজ্য মহারাষ্ট্র, গুজরাত, কেরল এবং তামিলনাড়র বাসিন্দাদের ১৪ দিনের জন্য প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে সরকারের তরফে ঘোষণা করে বলা হয়েছে লকডাউনের ফলে ভোগান্তির সম্মুখীন বহুমানুষ। দোকানপাঠ বন্ধ থাকায় ইনকাম বন্ধ হয়েছে বহু মানুষের। স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও ধাপে ধাপে গাড়ি চালানোর পাশাপাশি পাব,মল,বাজার, মদ দোকান খুলে দিচ্ছে সরকার। ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে ট্রেনের সংখ্যাও বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই ঘরে ফিরছেন সে রাজ্যের বহু মানুষ।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.