Header Ads

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রেলের খরচ বহন করবে রাজ্য! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে বাংলায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। সেই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে এবার বড়সড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। শ্রমিক স্পেশাল ট্রেনে করে আটকে থাকে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য খরচ যোগাবে রাজ্য সরকার। শনিবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা কেন্দ্রীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদবকে চিঠি লিখে একথা জানিয়ে দেন। প্রসঙ্গত, ভিন রাজ্য থেকে বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলকে ১০০টি ট্রেন দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছিন দ্রুততার সাথে ভিন রাজ্যে আটকে পড়া বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা হবে। ধাপে ধাপে সবাইকেই ফিরিয়ে আনা হবে। আর সেই জন্যেই অতিরিক্ত ১০০ ট্রেন চেয়ে রেলকে চিঠিও লিখেছিলেন তিনি। আনুমানিক ৯০ হাজার পরিযায়ী শ্রমিককে বাসে করে ফিরিয়ে এনেছে রাজ্য সরকার। অন্যদিকে প্রায় ১০ হাজারের মত শ্রমিক পায়ে হেঁটে, সাইকেল চালিয়ে অথবা গাড়ি ভাড়া করে ফিরে এসেছেন। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের আর ভিন রাজ্যে যাওয়ার প্রয়োজন নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কাজে লাগিয়ে বাংলার শ্রমিকদের রোজগারের বন্দোবস্ত করা হবে। এবার পরিযায়ী শ্রমিক দের ফেরাতে অর্থ বহন করারও ঘোষণা করে দিল রাজ্য।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.