কিছুটা স্বস্তি! একদিনে অনেকটাই বাড়ল করোনায় সুস্থতার হার, জানাল কেন্দ্র।
নজরবন্দি ব্যুরোঃ যতই বাড়ুক করোনার প্রকোপ স্বাস্থ্যমন্ত্রকের খবরে কিছুটা হলে স্বস্তি মিলল দেশবাসীর। দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৩৫ শতাংশ ছাড়িয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছিলেন গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। যা আক্রান্তের ৩৪.০৬ শতাংশ। কিন্তু ঠিক তার পর দিনই সুস্থ হওয়ার সংখ্যা বেড়েছে শতকরা ১ ভাগ। একদিনের ব্যবধানে সুস্থ হওয়ার সংখ্যাটা অনেকটাই বাড়ল। প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও মারাত্মক হারে বেড়েছে সংক্রমণ। নিত্যদিন নতুন করে বহু মানুষ করোনায় আক্রান্ত হয়ে চলেছেন।
আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। চতুর্থপর্বের লকডাউনের ফলেও কোন ভাবেই করোনা সংক্রমণ থামছেনা। এই পরিস্থিতিতে উদ্বেগ আর উৎকন্ঠা বাড়ছে। আতঙ্কে প্রহরগুনছেন দেশবাসী। সেই আবহে কিছুটা হলেও আশার খবর দিল ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তাতে ভিন রাজ্য থেকে যে সব শ্রমিকরা ঘরে ফিরছেন তাঁদের স্বাস্থ্যপরীক্ষার উপর জোর দেন। যাতে শ্রমিকদের মাধ্যমে নিতুন করে করোনা সংক্রমিত না হতে পারে। স্বাস্থ্যমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করে জানান, আমাদের দেশে ৯১৯টি করোনা হাসপাতালে ও ২০৩৬টি করোনা স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে। ফলে পরিস্থিতি যাই হোক সবাইয়ের জন্য চিকিৎসার বন্দোবস্ত করা হবে।
কোন মন্তব্য নেই