পরিযায়ী শ্রমিকদের পথদুর্ঘটনায় শোকজ্ঞাপন করলেন মোদি, মমতা।
নজরবন্দি ব্যুরো: শুক্রবার উত্তরপ্রদেশের আউরাইয়াতে দুটি ট্রাকের মুখোমুখি ধাক্কায় ২৪ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৩৮ জন এবং ১৫ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এই ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টুইট করে লেখেন -উত্তরপ্রদেশের আউড়াইয়াতে যে পথ দুর্ঘটনা হয়েছে সেই খবরে খুবই দুঃখিত। যেসব পরিযায়ী ভাই বোনেরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। তাঁদের আত্মার শান্তি কামনা করি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে শোকজ্ঞাপন করলেন- এই ঘটনা খুবই দুঃখজনক। সরকার ত্রাণের কাজ করছে। যারা এই দুর্ঘটনায় মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। কামনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও টুইটে লিখেন- আউড়াইয়াতে পথদুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের পরিবারকে আমার সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ও ত্রাণের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার গভীর রাত তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে বেশিরভাগই বিহার ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা। রাজস্থান থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন তাঁরা। পুলিশ সূত্রে খবর শ্রমিকরা বাড়ি ফিরতে এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন একটি ট্রাকে জোর করে তাঁরা উঠে পড়েন। ট্রাকটি খাবার নিয়ে যাচ্ছিল, পথেই অন্য একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছায়। পাঠানো হয় অ্যাম্বুলেন্সও। স্থানীয় বাসিন্দারাও এগিয়ে আসেন সাহায্যের জন্য। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়। যারা কম আহত হয়েছেন তাদের ওখানে চিকিৎসা শুরু করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা খাবার দিয়ে তাদের সাহায্য করেন। মৃতদের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। দুজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এখন দুটি ট্রাক পুলিশের হেফাজতে। দুই ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে মাথাপিছু দু লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন যোগী সরকার। আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। তাদের চিকিৎসা বিনামূল্যে করানো হবে। উত্তরপ্রদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে অনেক শ্রমিক আটকে আছে তাদের পৌঁছে দেওয়ার জন্য ২০০ টি বাসের ব্যবস্থা করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা খাবার দিয়ে তাদের সাহায্য করেন। মৃতদের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। দুজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এখন দুটি ট্রাক পুলিশের হেফাজতে। দুই ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে মাথাপিছু দু লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন যোগী সরকার। আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। তাদের চিকিৎসা বিনামূল্যে করানো হবে। উত্তরপ্রদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে অনেক শ্রমিক আটকে আছে তাদের পৌঁছে দেওয়ার জন্য ২০০ টি বাসের ব্যবস্থা করেছেন।
কোন মন্তব্য নেই