Header Ads

আজই বাংলার আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর ঘুর্নিঝড়, তান্ডব চলবে ৪ দিন।#BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হল, আজ বিকেলের মধ্যেই সেই ঝড় আছড়ে পড়বে ঊড়িষ্যা এবং বাংলার ওপর। শুরুতে ওই ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর-পশ্চিম দিকে থাকলেও, পরে তা বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে এগোবে। আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন, ওই বাঁকেই লুকিয়ে রয়েছে বিপদ। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আজ দুপুরে বলেন, “গভীর নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে দিঘা থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে। পরে উত্তর-পূর্ব দিকে অভিমুখ থাকলেও, এখনই বলা যাচ্ছে না কখন, কোন সময়ে, কোথায় তা আছড়ে পড়বে। সময়ে সময়ে এ বিষয়ে বুলেটিন দেওয়া হবে।”
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামিকাল রবিবার ঘূর্ণিঝড়টি ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবার ঘূর্ণিঝড়ের গতি পৌঁছে যেতে পারে প্রতি ঘণ্টায় ১৭০-২০০ কিলোমিটার। এখন থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আজ দুপুরে এই ভয়ঙ্কর ঘুর্নিঝড় ওড়িশার পারাদ্বীপ থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দূরে রয়েছে। পাশাপাশি দিঘা থেকে ১ হাজার ২২০ কিলোমিটার, বাংলাদেশের খেপুপাড়া থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে রয়েছে। আজ সন্ধের দিকেই এই ঝড়ের আভাস বোঝা যাবে; বাংলায় ঝড়ের গতি আজ হতে পারে ৭০ থেকে ৮৫ কিলোমিটার যা মঙ্গলবার বেড়ে দাঁড়াতে পারে ১৭০ থেকে ২০০ কিলোমিটার।ঘুর্নিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষতি হতে পারে রাজ্যের বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ঊড়িষ্যা সরকার সে রাজ্যের ১৪টি জেলায় চরম সতর্কতা জারি করেছে।  

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.