Header Ads

ভুখাপেটে বাঁশের স্ট্রাচারে শিশুকে ঝুলিয়ে ৮০০ কিমি পথ পাড়ি দিলেন পরিযায়ী শ্রমিকরা

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা। যতদিন যাচ্ছে তাঁদের করুণ ছবি আরও প্রকাশিত হতে শুরু করেছে। ভিন রাজ্যে আটকে পড়ায় অনেকেরই কার্যত অনাহারে দিনকাটাতে হচ্ছে। সেই পরিস্থিতিতে বাড়ি ফেরার তীব্র ইচ্ছা নিয়ে সব কষ্ট অগ্রাহ্য করেই মাইলের পর মাইল পাড়ি দিচ্ছেন দেশের হাজার হাজার শ্রমিক। অসুস্থ শিশুকে নিয়ে বাঁশের স্ট্রেচারে ঝুলিয়ে কাঁধে নিয়েই বাড়ির উদ্দ্যেশ্যে রওনা দিয়েছেন শ্রমিকরা। এমনই ঘটনার সাক্ষী রইল উত্তরপ্রদেশের সেরিংয়ে। লুথিয়ানা থেকে হাঁটা শুরু করেছিলেন এই শ্রমিকদলটি। দলটিতে জনা ১৭ শ্রমিক রয়েছেন। গন্তব্য মধ্যপ্রদেশের সিঙ্গরৌলি। এই দলের মধ্যেই এক শ্রমিকের ছোট ছেলের ঘাড় ভেঙে গিয়েছে।
 তীব্র যন্ত্রণা থাকায় তাকে বাঁশের স্ট্রাচারে ঝুলিয়েই পাড়ি দিয়েছেন মাইল মাইল পথ। আনুমানিক ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দিলেই তবে ফিরবেন নিজেদের ঘরে। ঘরে ফেরার প্রবল ইচ্ছা নিয়েই পথে নেমে পড়েন তাঁরা। লকডাউনের প্রথম থেকেই কাজ হারিয়েছেন তাঁরা। ফলে এতটা পথ গাড়িতে যাওয়ার সামর্থ্যও নেই তাঁদের। অগত্যা পায়ে হেঁটেই বাড়ির পথে বেরিয়ে পড়েছেন। ভুখা পেটে আনুমানিক ৮০০ কিলোমিটার পাড়ি দেওয়ার পর কানপুরের রাস্তার কর্তব্যরত কিছু পুলিশকর্মী তাঁদেরকে দেখতে পান। এরপর পুলিশকর্মীরা বিস্তারিত জানারপর তাঁদেরকে বাড়ি ফেরার জন্য একটি ট্রাকের বন্দোবস্ত করে দেন। সেই ট্রাকে করেই বাড়ির পথে যাত্রা করেন তাঁরা। দেশে শ্রমিকদের এই করুণ ছবিই জায়গায় প্রায় একই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.