এবার পড়ুয়াদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেন চালাবে মোদী সরকার!
নজরবন্দি ব্যুরো: অবশেষে পড়ুয়াদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেনের ঘোষণা করল রেলমন্ত্রক।
এই ট্রেন চলবে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্যও। পাশাপাশি তীর্থযাত্রীদের জন্যও চলবে বিশেষ ট্রেন।
এদিন রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিন রাজ্যে পড়তে যাওয়া পড়ুয়া, শ্রমিক ছাড়াও আটকে রয়েছেন বহু পর্যটক। তাঁদের নিরাপদে নিজেদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করতে শ্রমিক স্পেশাল নামক ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ। যে যে স্টেশন থেকে ট্রেনগুলি ছাড়বে এবং যতদূর যাবে তাও ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। সেগুলি হল-
১. লিঙ্গমপল্লি থেকে হাটিয়া
২. আলুবা থেকে ভুবনেশ্বর
৩. নাসিক থেকে লখনউ
৪. নাসিক থেকে ভুপাল
৫. জয়পুর থেকে পাটনা
৬. কোটা থেকে হাটিয়া
এই ট্রেন চলবে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্যও। পাশাপাশি তীর্থযাত্রীদের জন্যও চলবে বিশেষ ট্রেন।
এদিন রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিন রাজ্যে পড়তে যাওয়া পড়ুয়া, শ্রমিক ছাড়াও আটকে রয়েছেন বহু পর্যটক। তাঁদের নিরাপদে নিজেদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করতে শ্রমিক স্পেশাল নামক ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ। যে যে স্টেশন থেকে ট্রেনগুলি ছাড়বে এবং যতদূর যাবে তাও ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। সেগুলি হল-
১. লিঙ্গমপল্লি থেকে হাটিয়া
২. আলুবা থেকে ভুবনেশ্বর
৩. নাসিক থেকে লখনউ
৪. নাসিক থেকে ভুপাল
৫. জয়পুর থেকে পাটনা
৬. কোটা থেকে হাটিয়া
Loading...
কোন মন্তব্য নেই