Header Ads

প্লাজমা ট্রিটমেন্টের পরেও করোনা রোগীর মৃত্যু; এই চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রশ্ন

নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণ গোটা ভারতে বেড়েই চলেছে। এই ভাইরাসকে বাগে আনতে বিভিন্ন পরীক্ষামূলক ট্রিটমেন্ট চলছে। তারমধ্যে প্লাজমা থেরাপিকে সম্ভাব্য আশীর্বাদ হিসেবে ভাবছিল চিকিৎসকরা। কিন্তু মুম্বইয়ে প্রথম প্লাজমা থেরাপির ট্রিটমেন্ট পাওয়া করোনা ভাইরাস রোগীর মৃত্যু হল মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। বুধবার রাতে ৫৩ বছরের রোগী যাঁর শারীরিক অবস্থা খুব খারাপ ছিল তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তিনি ছিলেন ভেন্টিলেশনে।

করোনা ভাইরাস পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেটিভ আসেনি। তাঁর শারীরিক অবস্থাও প্লাজমা থেরাপির পর কোনও উন্নতি হয়নি। সর্বভারতীয় সংবাদ সংস্থার পক্ষ থেকে বলা  হয়েছে চারদিন ধরে ওই করোনা আক্রান্তের অবস্থার কোন উন্নতি দেখা যায় নি।

শনিবার পরীক্ষামূলকভাবে চিকিৎসকরা তাঁকে করোনা মুক্ত রোগীর শরীরের প্লাজমা নিয়ে তাঁর এক ইউনিট ওই রোগীর শরীরে দিয়েছিলেন। যাতে তাঁর শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং মারণ রোগের বিরুদ্ধে তিনি লড়াই করতে পারেন। যদিও প্রাথমিকভাবে তাঁর শারীরিক উন্নতির লক্ষণ দেখা যাচ্ছি। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং পরে তাঁর মৃত্যু হয়। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.