বাবাকে নিয়ে গুজব রটছে, জানিয়ে দিলেন নাসিরুদ্দিনের পুত্র
নজরবন্দি ব্যুরোঃ পরপর দুদিন বলিউডের দুটি নক্ষত্র হারিয়ে গেছে। ইরফান খান ও ঋষি কাপুর এর মৃত্যুর পর গুজব রটে অসুস্থ অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও।এমনকি তিনি নাকি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এমন গুজব রটে। শুধু নাসিরুদ্দিন নয় সাথে সাথে মিঠুন চট্টোপাধ্যায়,সমিত্র চট্টোপাধ্যায় ও অসুস্থ বলে গুজব ছড়ায়।কিন্তু নাসিরুদ্দিন শাহ সুস্থ রয়েছেন এমন কথা সাফ জানিয়ে দিলেন তার পুত্র ভিভান।
একটি টুইটে নাসিরুদ্দিনের পুত্র পরিষ্কার জানিয়ে দেন তার বাবা সুস্থ এবং তার বাবার শারীরিক অবস্থা নিয়ে যে সমস্ত কথা উঠছে তা সম্পূর্ণ গুজব। পাশাপাশি ইরফান খান ঋষি কাপুরের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।এর পাশাপাশি নাসিরুদ্দিন নিজেও ফেসবুকে জানান তিনি সুস্থ এবং তার খোঁজ নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।
Loading...
কোন মন্তব্য নেই