Header Ads

এখন থেকে সব হাসপাতালে করোনা চিকিৎসার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

নজরবন্দি ব্যুরোঃ এখন থেকে রাজ্যের সব হাসপাতালে চিকিৎসা করাতে হবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চের নিয়ম মেনে এমনি নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। সরকার থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে কোন হাসপাতালে কোন রোগী যদি চিকিৎসা করাতে আসে তৎক্ষণাৎ তাকে চিকিৎসা দিতে হবে। পরিষেবা যাতে অব্যাহত থাকে তার উপর নজর রাখতে হবে। স্বাস্থ্য পরিষেবা দিতে কোনভাবেই অস্বীকার করা চলবে না কোন হাসপাতালের। এমনকি কর্ণার চিকিৎসা করতে কোন ব্যক্তি যদি বেসরকারি হাসপাতালে আসেন তবে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হবে। আলাদা করে চিকিৎসার জন্য কোন অনুমতির প্রয়োজন এখন থেকে না থাকলেও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর প্রটোকল মেইনটেইন করে কাজ করতে হবে চিকিৎসক ও হাসপাতালের।
প্রসঙ্গত আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বেসরকারি কোন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা থাকলে তাদেরকে করোনার চিকিৎসার অনুরোধ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কোথায় এটা পরিস্কার যে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত যে হারে করোনার আক্রান্ত সংখ্যা বাড়ছে তাতে সবাইকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। এই আবহেই মুখ্যমন্ত্রী আবার নতুন করে সব হাসপাতালকে আইসিএমআর-এর গাইডলাইন মেনে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্দেশিকা জারি করেছেন। নবান্ন সূত্রে খবর সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি ৫১ টি বেসরকারি হাসপাতালের সঙ্গে কাজ করছে রাজ্য। বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার ব্যয়ভার সম্পূর্ণটাই বহন করবে রাজ্য।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.