১৭ মে পর্যন্ত দেশে বাড়ল লকডাউনের মেয়াদ! #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ ১৭ মে পর্যন্ত দেশে বাড়ল লকডাউনের মেয়াদ, বিজ্ঞপ্তি জারি স্বরাষ্ট্রমন্ত্রকের। দেশের ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা দেখে উদবিঘ্ন কেন্দ্র আপাতত লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিল ৪ মের পর আরও ২ সপ্তাহ। আজ কেন্দ্রিয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আপাতত লকডাউনের জা নিয়ম জারি রয়েছে সেই নিয়মই জারি থাকছে দেশজুড়ে। পরে কিছু নতুন নিয়ম সম্পর্কে জানাবে কেন্দ্র। তবে রেড জোন, হটস্পট এবং অরেঞ্জ বা গ্রিন জোনের ক্ষেত্রে নিয়ম থাকছে সামান্য ভিন্ন।
অর্থাৎ রেড জোনের থেকে অপেক্ষাকৃত শিথিল থাকবে অরেঞ্জ বা গ্রিন জোনের লকডাউন।
অর্থাৎ রেড জোনের থেকে অপেক্ষাকৃত শিথিল থাকবে অরেঞ্জ বা গ্রিন জোনের লকডাউন।
Loading...
কোন মন্তব্য নেই