Header Ads

দেশের সব কটা মেট্রো সিটি রেড জোনের তালিকা ভুক্ত, সাথে কলকাতাও।

নজরবন্দি ব্যুরো: ১৭ মে পর্যন্ত বেড়ে গেল লকডাউন। কিন্তু ৪ মে থেকে গ্রিন জোন ধীরে ধীরে শিথিল করার কথা বলেছিলেন রাজ্য সরকার। কিন্তু আবার নতুন করে তালিকাভুক্ত করে ঘোষণা করা হল রেড, গ্রীন ও ওরেন্জ জোনকে। এই মর্মে রাজ্যগুলিকে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে। তার সাথেও গ্রীন অরেঞ্জ ও রেড জোনের নতুন তালিকা রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। রাজ্য সচিব প্রীতি সুদানে চিঠিতে উল্লেখ করা হয়েছে প্রতি সপ্তাহের সংক্রমণের হার, কত দিনের সংক্রমনের সংখ্যা দ্বিগুণ হচ্ছে, কতজন মানুষ সংক্রমিতের সংস্পর্শে আসছে তা আলোচনা করেই এই তালিকা তৈরি করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক যে নতুন তালিকা পাঠিয়েছে তাতে কলকাতাসহ দেশের সবকটি মেট্রো সিটিকে রেড জোনের মধ্যে রাখা হয়েছে।
 তালিকায় দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং আমেদাবাদ। তার মধ্যে ১০ বা তার বেশি রেড জোন রয়েছে পশ্চিমবঙ্গ, দিল্লি মহারাষ্ট্র তামিলনাড়ু উত্তরপ্রদেশে। রাজ্যের কোন কোন জেলা গুলিকে রেড, অরেঞ্জ,ও গ্রীন জোনে রাখা যেতে পারে তা খতিয়ে দেখছেন কেন্দ্র। প্রতি সপ্তাহে এই তালিকা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের তালিকায় ১৩০ টি জেলা রয়েছে রেড জোনে, ২৮৪ টি জেলা রয়েছে অরেঞ্জ জোনে, এবং ৩১৯ টি জেলা রয়েছে গ্রীন জোনে। আক্রান্তের সংখ্যা,তা দ্বিগুণ হওয়ার সময়সীমা, টেস্টের অনুপাত, নজরদারির ব্যবস্থা কিন্তু মাথায় রেখে রেড ও অরেঞ্জ জোনের তালিকা করা হয়েছে। দিল্লির ১১টি জেলাকে রেড জোনে ফেলা হয়েছে। যোগীর রাজ্যে ৭৫ টির মধ্যে ১৯ টি রেড জোনে, ৩৬ টি অরেঞ্জ ও ২০ টি গ্রীন জোনে করা হয়েছে। এই মুহূর্তে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি। এই রাজ্যে ১৪ টি রেড, ১৬টি অরেঞ্জ ও ৬টি জেলাকে গ্রীন জোনে করা হয়েছে। তামিলনাড়ুর ১২ টি জেলা রেড জোনের আওতায়।
 গুজরাটে ৯ টি ও মধ্যপ্রদেশে ৮ টি রেড জোনের অন্তর্ভুক্ত। অরেঞ্জের তালিকায় রয়েছে- বিহারের ২০টি, তামিলনাড়ুর-২৪ টি, রাজস্থান-১৯টি, পাঞ্জাব-১৫ টি, এবং মধ্যপ্রদেশের ১৬ টি জেলা। গ্রীন জোনে সবচেয়ে বেশি উত্তর-পূর্বের রাজ্য অসমে ৩০ টি। আবার উত্তর-পূর্বের আর এক রাজ্য সিকিমের চারটির সবকটিকে গ্রীন জোনে রাখা হয়েছে। ছত্রিশগড়ে-২৫টি, অরুণাচল প্রদেশ-২৫টি, মধ্যপ্রদেশে-২৪টি, ওড়িশায়-২১টি, উত্তরপ্রদেশে-২০টি এবং উত্তরাখণ্ডে ১০টি জেলা গ্রীনজোনে। পশ্চিমবঙ্গে 23 টি জেলার মধ্যে ১০ টি রেড, ৫টি অরেঞ্জ ও ৮টি জেলায় সংক্রমণ নেই অর্থাৎ গ্রীনজোনে। পশ্চিমবঙ্গে রেড জোন জেলা গুলি হল- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতা। অরেঞ্জ জোন জেলা গুলি হল- মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া, হুগলি। আর গ্রীনজোন জেলা গুলি হল- আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.