Header Ads

জ্বরে রোগীর মৃত্যু; রণক্ষেত্র সাগর দত্ত মেডিক্যাল কলেজ

নজরবন্দি ব্যুরোঃ রোগী মৃত্যুতে ব্যাপক উত্তেজনা সাগর দত্ত মেডিক্যাল কলেজে। হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় রোগীর পরিজনেরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র‍্যাফ।





হাসপাতাল থেকে পাওয়া খবর অনুসারে, কয়েকদিন আগে জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট নিয়ে তৃতীয় লিঙ্গের এক সদস্য হাসপাতালে ভর্তি হন। তিনি আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।

আগেই তাঁর শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। এরপরই ওই রোগীর সঙ্গীরা ভাঙচুর করে হাসপাতাল। এমনটাই অভিযোগ। আইসোলেশন ওয়ার্ড, হাসপাতালের চেয়ার টেবিল ভাঙচুর করা হয় বলেও অভিযোগ ওঠে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে র‍্যাফ। এখন পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, ওই রোগীর নমুনা পরীক্ষার জন্য আগেই পাঠানো হয়েছে। কিন্তু রিপোর্ট এখনও হাতে আসেনি। তার আগেই তাঁর মৃত্যু হয়েছে। কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হবে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.