Header Ads

এবার অনেকটাই কমল গ্যাসের দাম!

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা সংক্রমণ যাতে না দ্রুত গতিতে ছড়াতে পারে সেই কারণে লকডাউনের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। যদিও তার পরেও বেড়ে চলেছে এই মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। আর এইরকম কঠিন সময়ে এক-ধাক্কায় অনেকটাই কমে গেল গ্যাসের দাম। এদিন গোটা দেশ জুড়েই রান্নার গ্যাসের দাম কমল অনেকটাই। ১৬২.২ টাকা দাম কমেছে রাজধানী দিল্লিতে। এর পাশাপাশি কলকাতা, চেন্নাই, মুম্বইতেও কমেছে গ্যাসের দাম।

দাম কমার পর দিল্লিতে রান্নার গ্যাসের দাম ৭৪৪ টাকার পরিবর্তে হল ৫৮১.৫০ টাকা। মুম্বইতে দাম হল ৫৭৯ টাকা, কলকাতায় দাম ৫৮৪.৫০ টাকা ও চেন্নাইতে দাম হল ৫৬৯.৫০ টাকা।

লকডাউন ঘোষণার পর থেকে গ্যাস কেনার হিড়িক বেড়ে যায়। অনেকেই আতঙ্কিত হয়ে কিনতে শুরু করেন সিলিন্ডার। এই অবস্থায় যদিও সংস্থাগুলি জানিয়েছিল যে যথেষ্ট গ্যাস মজুত আছে, অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.