Header Ads

দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য ২-৩মাস সপ্তাহে ৬ দিন ১০ ঘন্টা কাজ করতে হবে, বললেন নারায়ন মূর্তি

নজরবন্দি ব্যুরোঃ দেশের অর্থনীতিকে আবার ফিরে পাওয়ার জন্য আরও বেশি পরিশ্রম করতে হবে।সপ্তাহে ৬ দিন ১০ ঘন্টা ধরে কাজ করতে হবে।আগামী দু-তিন বছর এমনই করতে হবে।ইনফোসিস এর প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এমনই জানালেন তাহলেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি আবার আগের জায়গায় ফিরবে।৩ মে ভারতের লকডাউন এর দ্বিতীয় দফা শেষ হবে।৩ মেয়ের পরও দেশের করোনা সংক্রমণ রুখতে আরো বাড়ানো হতে পারে লকডাউন।কিন্তু এতদিনের লকডাউন এর ফলে থমকে গেছে দেশের অর্থনীতি।শিল্প কল কারখানা বর্তমানে সবই প্রায় বন্ধ।করোনা ও লকডাউনের জেরে কবে ঠিক হয়ে উঠবে ভারতের অর্থনীতি সেই নিয়ে মাথা ঠিক রাখতে পারছেন না সরকার ও বিশেষজ্ঞ মহল।
এই ব্যাপার নিয়ে নারায়ণ মূর্তি বলেছেন, দিনে যদি এক লাখ মানুষের করনা পরীক্ষা হয় তাহলে তারপরও করোনা পরীক্ষা শেষ করতে সময় লাগবে ৩৭ বছর।আমি দেড় বছর ভারতীয়দের এই করোনা পদ্ধতির সাথে চলতে হবে।মূল কথা হল ভারতীয়দের আরও বেশি করে পরিশ্রম করতে হবে।সংস্থার তথ্যের উপর নির্ভর নির্ভর করে বিশ্লেষণ করা উচিত।কোন জায়গায় করোনা সংক্রমনের আশংকা বেশি সেই হিসাবেই চালু করা উচিত কারখানা।কারখানার মালিক পক্ষকে ভাবতে হবে কর্মীদের কিভাবে সুরক্ষা দেওয়া যায়।করোনার সংক্রমণ এর থেকে সাবধানতার জন্য পোশাক তৈরি করা উচিত কর্মীদের জন্য।এর পাশাপাশি সপ্তাহের ছয় দিন করে ১০ ঘন্টা কাজ করতে হবে আগামী দু-তিন বছর।এই একটাই উপায় অর্থনীতিকে আবার আগের জায়গায় ফেরানোর। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.