Header Ads

২১মে'র মধ্যে করোনা মুক্ত হবে ভারত, চাঞ্চল্যকর তথ্য ভারতীয় সংস্থার সমীক্ষায়

নজরবন্দি ব্যুরোঃ নিত্যদিন ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে। গত ২৪ ঘন্টার রিপোর্টটা সবচেয়ে বেশি উদ্বেগজনক। গতদিন গতকালকের হিসাবে ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মানুষ করো না আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুও হয়েছে। সাধারণ মানুষ বুঝতেই পারছে না এ কবে এই ভাইরাস থেকে নিষ্কৃতি মিলবে। সেই পরিস্থিতিতে একটি সংস্থার সমীক্ষা রিপোর্ট ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মুম্বই স্কুল অব ইকোনমিকস এন্ড পাবলিক পলিসির ওই সমীক্ষায় বলা হয়েছে আগামী ২১ মে'র মধ্যে করোনাভাইরাস মুক্ত হতে পারে ভারত। এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে সমীক্ষা রিপোর্টে। রিপোর্টে বলছে লকডাউন জারি থাকলে ৭ মে'র মধ্যে অনেক রাজ্যই করোনা সংক্রমণমুক্ত হবে।
 তবে বিভিন্ন জায়গার সংক্রমণের হার বেড়ে ঠিকই জায়গায় পৌঁছাবে তাও এই সংস্থার রিপোর্টে প্রকাশ করা হয়েছে। কি হারে করোনাভাইরাস বাড়ছে, কিংবা কি হারে কমছে, কিভাবে সংক্রমণ ছড়াচ্ছে সব তথ্য মিলিয়ে সমীক্ষা চালানো হয়েছিল। একটি নির্দিষ্ট সংক্রমিত এলাকাকে মডেল করে সেই সংক্রমিত এলাকার করো না পরিস্থিতির প্রত্যেকটি খুঁটিনাটি তথ্য নিয়ে সমীক্ষা করে দেখা হয়েছে। ভারতের সবচেয়ে বেশি কোন কোন রাজ্যে সংক্রমণ হতে পারে তার একটি নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া হয়েছে সমীক্ষায়। সমীক্ষা বলছে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছতে পারে ২৪২২২। গুজরাটে ৪৮৩৩, দিল্লিতে ৩৭৪৪, উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ ৩১৮২, রাজস্থানে ২৮০৮ এবং মধ্যপ্রদেশে ২৪৩২। পশ্চিমবঙ্গে সর্বোচ্চ আক্রান্ত হতে পারেন ২১৭৩ জন।
 সমীক্ষা করতে গিয়ে চিন, অস্ট্রেলিয়ার সহ একাধিক সংক্রমিত দেশের তথ্য পর্যালোচনা করে দেখেছেন সমীক্ষা দলের সদস্যরা। তাঁদের কথায় সংক্রমনের গ্রাফচিত্র 'এস' আকৃতির মত। তা নির্দিষ্ট সময়ে আসতে আসতে বাড়তে থাকবে। একসময় গ্রাফ শীর্ষে পোঁছাবে আবার আসতে আস্তে গ্রাফ নিম্নমুখী হয়ে যাবে। তবে যেহেতু বিদেশের অধিকাংশ পরিস্থিতি নিয়েও সমীক্ষা রিপোর্ট তৈরি হয়েছে তাই একাধিক প্রশ্নও রয়ে যাচ্ছে। কারন অন্যদেশের মানুষের জিনের মত ভারতীয়দের জিন নয়। তাই সংক্রমণের হার কত দিনে কমবে তা বিদেশের অনুপাতে বললে ভারতের ক্ষেত্রে কি প্রযোজ্য হবে! তবে আরও একটা বিষয় বেশ উদ্বেগের আছে। করোনা ভাইরাস মূলত শহরে সংক্রমণ ছড়ালেও তা আটকে থাকা ভিন রাজ্যের শ্রমিকরা ঘরে ফিরলে যদি নতুন করে গ্রাম্য এলাকায় সংক্রমণ শুরু হয় তাহলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। দ্বিতীয় পর্যায়ে ফের সংক্রমণ শুরু হতে পারে। সেই আবহে ২১ মে'র মধ্যে কি আমাদের দেশ করোনামুক্ত হতে পারে। সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.