Header Ads

লকডাউনের পরেই বাধ্যতামূলক হতে চলেছে আরোগ্য সেতু অ্যাপ

নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইঙ্গিত অনুযায়ী মারণ ভাইরাস দীর্ঘদিন থাকবে মানুষের মধ্যে। এতো তারাতাড়ি সমাজকে করোনা মুক্ত করা যাবে না বলে মনে করছে হু। তাই সামনের দিন গুলোতেও বজায় রাখতে হবে সামাজিক দুরত্ব। সেই কারণে আরোগ্য সেতু অ্যাপটিকে বাধ্যতা মূলক করতে চলেছে কেন্দ্র সরকার। সম্প্রতি জাতির উদ্দেশ্যে একটি ভাষনে প্রধানমন্ত্রী এই অ্যাপটির কথা বলেছিলেন। এই অ্যাপের বিশেষত্ব হল কন্ট্যাক্ট ট্রেসিং এর দ্বারা জানা যাবে আপনি কোন ঝুঁকি পুর্ন এলাকায় আছেন কি না। সম্প্রতি আপনি সংক্রমণে আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে ছিলেন কি না। এই কারণে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আবেদন জানিছিলেন অ্যাপটি ফোনে ডাউনলোড করার জন্য। আরোগ্য সেতু অ্যাপটির মাধ্যমে করোনার উপসর্গ এবং তা থেকে নিজেকে রক্ষা করার মত অনেক তথ্য আছে।
 এর দ্বারা ইতিমধ্যেই উপকৃত হচ্ছেন অনেক দেশবাসী। পরবর্তী সময়ে সুরক্ষিত থাকার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। আগামী দিনে আলাদা করে ফোনে ডাউনলোড করার প্রয়োজন করা হবে না। আরোগ্য সেতু অ্যাপটি সমস্ত স্মার্ট ফোনে প্রি-ইনস্টল করা থাকবে। তথ্যপ্রযুক্তি প্রস্তুতকারি সংস্থা MAIT জানিয়েছে, খুব শীঘ্রই এই অ্যাপ প্রত্যেক ফোনে প্রি-ইনস্টল থাকবে। বাধ্যতামূলক অ্যাপে পরিনত হতে চলেছে এটি। জানা যাচ্ছে, মোবাইল প্রস্তুতকারি সংস্থা গুলিকে কাজ শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। খুব তারাতারি এই কাজ শুরু হয়ে যাবে। সম্প্রতি প্রত্যেক সরকারি কর্মীদের নির্দেশ দেওয়া হয় অফিসে প্রবেশ করার আগে অ্যাপটি ফোনে ইনস্টল করার জন্য। কর্মস্থানে প্রবেশ করার পূর্বে নিশ্চিত হতে হবে বাক্তিটি সুরক্ষিত, তার পরেই সে প্রবেশ করতে পারবে। সরকারি তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত সারে সাত কোটি মানুষ এই অ্যাপ ইনস্টল করেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.