স্কুল খুললে সোশ্যাল ডিসট্যান্সিং মেনেই হবে ক্লাস, গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র
নজরবন্দি ব্যুরোঃ দেশে লকডাউন জারি হওয়ার পর থেকেই বন্ধ স্কুল-কলেজসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। লকডাউন শেষ হলে নিয়ম মেনে খুলবে স্কুল। কিন্তু স্কুল খুললেও মেনে চলতে হবে বেশ কয়েকটি নিয়ম। স্কুল খুললেও সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুলে যোগ দিতে হবে। সম্প্রতি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক গাইডলাইন প্রকাশ করেছে। লক ডাউন এর পর স্কুল খুললে কি কি করতে হবে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের তার উপর নির্দিষ্ট কয়েকটি নিয়ম প্রকাশ করেছে মন্ত্রক। কারণ লকডাউন এরপর স্কুলে যোগ দিলে ভাইরাস যাতে সংক্রমিত না হয় সেদিকে নজর দিতে হবে গুরুত্ব দিয়ে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশিকা বলছে তাতে ছাত্র-ছাত্রী সোশ্যাল ডিস্ট্যান্স মানার পক্ষে বেশি করে গুরুত্ব দেওয়ার কথা। স্কুলের ইউনিফর্ম এর পাশাপাশি আবশ্যক হয়ে দাঁড়িয়েছে মাস্ক ব্যবহার।
প্রতিটি স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের বসতে হবে ডিস্টেন্স মেনটেন করে। শিক্ষকদের ও তাই করতে হবে। প্রার্থনা খেলাধুলা এসব আপাতত বন্ধ রাখা হবে। স্কুলের শৌচালয় ও ক্যান্টিন নিয়মিত স্যানিটারি করতে হবে। যেসব স্কুলের আবাসিক বিভাগ রয়েছে সে ক্ষেত্রে আলাদা গাইডলাইন তৈরি করছে মন্ত্রক। হোস্টেলের পড়ুয়াদের ও অন্যান্য আবাসিকদের জন্য সেই নির্দেশিকায় বলা থাকবে। প্রসঙ্গত ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়ে দিয়েছে এবছর সেশন দেরিতে শুরু হবে। সেপ্টেম্বর থেকে সেশন শুরুর কথা জানানো হয়েছে। তাই আগস্ট থেকে চলবে ভর্তির প্রক্রিয়া। আইসিএসসি ও সিবিএসসির একাধিক বড় পরীক্ষা বন্ধ রয়েছে। পাশাপাশি আমাদের রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার এখনও তিনটি বাকি রয়েছে। লকডাউন উঠলে বাকি পরীক্ষা হবে।
Loading...
কোন মন্তব্য নেই