Header Ads

রাম জন্মভূমিতে; ওষুধ ও খাবার না পেয়ে মৃত্যু এক সাধুর!

নজরবন্দি ব্যুরো : অযোধ্যার চৌধুরী চরণ সিং ঘাটের কাছে সরযু নদীর তীরে এক সাধুর মৃত দেহ পরে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রে খবর, সাধুর বয়স ছিল ৮০ বছর। বেশ কয়েকদিন ধরেই সে অসুস্থ ছিলেন। লকডাউনের কারণে কোন ভক্ত সেখানে আসেনি। এমনকি কোন ভক্ত এবং স্থানীয় প্রশাসনের কেউ খোঁজ খবর নেয়নি। তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন।
 কিন্তু তার কাছে কোন ওষুধ এবং খাদ্য কিছু ছিল না সেই কারণেই তার মৃত্যু হয়েছে। সরযু ঘাটের এক ফুল বিক্রেতা স্কন্দ দাস বলেন, সাধু প্রায় ছয় দিন না খেয়ে ছিলেন। তার জন্যই হয়তো তার মৃত্যু হয়েছে। সূত্রের খবর অনুসারে, হিন্দুমত অনুযায়ী মৃত সাধুর শেষকৃত সম্পন্ন করা হয়নি। তাঁর মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হয়। একদিকে অযোধ্যায় রাম মন্দির তৈরী হচ্ছে, অন্য দিকে সাধুর এমন পরিনিতি দেখে প্রশ্ন তুলেছেন অনেকেই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.